সম্প্রতি, “বাংলাদেশের শিক্ষার মান ১৩৮ টি দেশের মধ্যে ১১২ তম এবং এশিয়ার মধ্যে সর্বনিম্ন” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বৈশ্বিক জ্ঞান সূচক ২০২১ এর তালিকা অনুযায়ী ১৫৪ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম এবং বর্তমানে এশিয়ার মধ্যে সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ নয়। তবে বৈশ্বিক জ্ঞান সূচক ২০২০ এর তালিকা অনুযায়ী সেসময়ে ১৩৮ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিলো ১১২তম এবং সেসময়ে এশিয়ার মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিলো মায়ানমার (১২৮তম), বাংলাদেশ মূলত ২০২০ সালের তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সেসময়ে সর্বনিম্নে ছিলো।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর ওয়েবসাইটে ২০২০ সালের প্রকাশিত বৈশ্বিক জ্ঞান সূচকের তালিকাটি খুঁজে পাওয়া যায়। তালিকাটির তথ্য অনুযায়ী সেসময়ে ১৩৮ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তম ছিলো এবং দক্ষিন এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন ছিলো (১১২তম) তবে এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিলো মিয়ানমার (১২৮তম)।
পরবর্তীতে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর ওয়েবসাইটে ২০২১ সালের ডিসেম্বরে প্রকাশিত বৈশ্বিক জ্ঞান সূচকের সর্বশেষ তালিকা খুঁজে পাওয়া যায়। ২০২১ সালের তালিকার তথ্য অনুযায়ী, বর্তমানে ১৫৪ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম। এছাড়া, সর্বশেষ তালিকা অনুযায়ী দক্ষিন এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ও নেপালকে পেছনে ফেলে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরের অবস্থানে যথাক্রমে পাকিস্তান (১২৩তম), নেপাল (১২৮তম) এবং সর্বশেষ আফগানিস্তান (১৫১তম)।
- ২০২০ সালের তালিকা অনুযায়ী এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে ছিলো – মায়ানমার (১২৮তম)
- ২০২০ সালের তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে ছিলো – বাংলাদেশ (১১২তম)
- ২০২১ সালের তালিকা অনুযায়ী এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে – আফগানিস্তান (১৫১তম)
- ২০২১ সালের তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে – আফগানিস্তান (১৫১তম)
- ২০২১ সালের তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে – নেপাল (১২৮তম)
- ২০২১ সালের তালিকা অনুযায়ী দক্ষিণ এশিয়ায় তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে – পাকিস্তান (১২৩তম)
মূলত, ইউএনডিপি কর্তৃক ২০২০ সালে প্রকাশিত বৈশ্বিক জ্ঞান সূচক তালিকায় বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিলো ১১২তম এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিলো সর্বনিম্ন তবে এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন অবস্থানে ছিলো মিয়ানমার (১২৮তম)। কিন্তু সর্বশেষ ২০২১ সালে প্রকাশিত তালিকায় বিশ্বের ১৫৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম। সর্বশেষ তালিকা অনুযায়ী আফগানিস্তানের অবস্থান ১৫১তম যা এশিয়ার মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ, সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ীও এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন নয় বরং আফগানিস্তানের অবস্থান সর্বনিম্নে।
আরো পড়ুনঃ প্রতিমন্ত্রী পলকের যুক্তরাষ্ট্র প্রবেশে বাঁধা ও পুরোনো ছবি প্রচারের দাবিটি মিথ্যা
উল্লেখ্য, ২০২০ সালে ইউএনডিপি কর্তৃক প্রকাশিত বৈশ্বিক জ্ঞান সূচক তালিকাটি ১৩৮টি দেশকে নিয়ে করা হলেও ২০২১ সালে প্রকাশিত তালিকাটি ১৫৪টি দেশ নিয়ে তৈরি করা হয়েছে।
সুতরাং, সর্বশেষ প্রকাশিত বৈশ্বিক জ্ঞান সূচক তালিকা অনুযায়ী এশিয়ার মধ্যে সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ নয় বরং আফগানিস্তান রয়েছে এবং ২০২০ সালের তালিকা অনুযায়ী এশিয়ার মধ্যে সর্বনিম্নে মিয়ানমার ছিলো, বাংলাদেশ নয়। অর্থাৎ, সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে প্রচারিত উক্ত তথ্যটি অসংগতি পূর্ণ এবং মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: বাংলাদেশের শিক্ষার মান ১৩৮ টি দেশের মধ্যে ১১২ তম এবং এশিয়ার মধ্যে সর্বনিম্ন
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Global Knowledge Index 2021: https://www.undp.org/publications/global-knowledge-index-2021
- Global Knowledge Index 2020: https://www.undp.org/publications/global-knowledge-index-2020