শেখ মুজিব পাবলিক টয়লেট দাবিতে প্রচারিত ছবিটি কি বাস্তব?

সম্প্রতি, “রুচির দুর্ভিক্ষ চলছে আওয়ামী লীগের মধ্যে। না হয় কোন সুস্থ মানুষের পক্ষে এমন টা করা সম্ভব নয়। শেখ মুজিব পাবলিক টয়লেট” শীর্ষক শিরোনামে পাবলিক টয়লেটের ছবি সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

শেখ মুজিব

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ মুজিব পাবলিক টয়লেট দাবিতে ফেসবুকে প্রচারিত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করা। ইন্টারনেট থেকে সংগ্রহীত একটি পাবলিক টয়লেটের ছবিতে ফটোশপের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ও ছবি যুক্ত করে উক্ত ছবিটি প্রচার করা হচ্ছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, ‘Sobujdeshnews’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালে  ২০১৮ সালের ৯ অক্টোবর “ঝিনাইদহে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ পাবলিক টয়লেট” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি খুঁজে পাওয়া যায়।

উক্ত ছবির সাথে বঙ্গবন্ধু পাবলিক টয়লেট দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়। ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ছবিতে ডানপাশের দেয়ালের লেখার সাথে আলোচিত ছবিতে থাকা দেয়ালের লেখার হুবহু মিল রয়েছে। তবে, ছবিতে থাকা বামপাশের দেয়ালের সাথে মিল নেই। তাছাড়া পুরো ছবির ফ্রেমেরই হুবহু মিল রয়েছে।

মূলত, ২০১৮ সালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার তৎকালীন ইউএনও এর হস্তক্ষেপে একটি পাবলিক টয়লেট চালু না হওয়ার অভিযোগ নিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনে ওই পাবলিক টয়লেটের একটি ছবি সংযুক্ত করা হয়। সম্প্রতি সেই ছবিটিকেই এডিট করে টয়লেটের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি এবং নাম যুক্ত করে ‘শেখ মুজিব পাবলিক টয়লেট’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে ছবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। 

আরও পড়ুন

spot_img