শেখ মুজিব পাবলিক টয়লেট দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড

সম্প্রতি, “শেখ মুজিব পাবলিক টয়লেট” শীর্ষক ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

Screenshot from Facebook

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বঙ্গবন্ধু পাবলিক টয়লেট দাবিতে ফেসবুকে প্রচারিত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করা। প্রকৃতপক্ষে ইন্টারনেট থেকে সংগ্রহীত একটি পাবলিক টয়লেটের ছবিতে ফটোশপের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ও ছবি যুক্ত করে উক্ত ছবিটি প্রচার করা হচ্ছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, ‘Sobujdeshnews’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালে  ২০১৮ সালের ৯ অক্টোবর “ঝিনাইদহে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ পাবলিক টয়লেট” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একটি ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot from Sobujdeshnews Website

উক্ত ছবির সাথে বঙ্গবন্ধু পাবলিক টয়লেট দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়। ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ছবিতে ডানপাশের দেয়ালের লেখার সাথে আলোচিত ছবিতে থাকা দেয়ালের লেখার হুবহু মিল রয়েছে। তবে, ছবিতে থাকা বামপাশের দেয়ালের সাথে মিল নেই। তাছাড়া পুরো ছবির ফ্রেমেরই হুবহু মিল রয়েছে।

Image Comparison: Rumor Scanner

পরবর্তীতে, অনলাইন পোর্টালটির ফেসবুক পেজে ২০১৮ সালের ৯ অক্টোবর সেই সংবাদের শেয়ার করা পোস্টটিও পাওয়া যায়।

Screenshot from Facebook

এছাড়া, ঝিনাইদহের শৈলকূপা উলজেলার সেই পাবলিক টয়লেটের নাম পরিবর্তন করে শেখ মুজিব পাবলিক টয়লেট রাখা হয়েছে এমন কোনো তথ্য ইন্টারনেটে পাওয়া যায়নি।

অনুসন্ধানে দেশের কোনো স্থানে শেখ মুজিব পাবলিক টয়লেট নামে কোনো পাবলিক টয়লেটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

মূলত, ২০১৮ সালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার তৎকালীন ইউএনও এর হস্তক্ষেপে একটি পাবলিক টয়লেট চালু না হওয়ার অভিযোগ নিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়। উক্ত প্রতিবেদনে ওই পাবলিক টয়লেটের একটি ছবি সংযুক্ত করা হয়। সম্প্রতি সেই ছবিটিকেই এডিট করে টয়লেটের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি এবং নাম যুক্ত করে ‘শেখ মুজিব পাবলিক টয়লেট’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, পূর্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  নাম জড়িয়ে ইন্টারনেটে ভুয়া তথ্য প্রকাশ করা হলে সেগুলোকে শনাক্ত করে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। দেখুন এখানে, এখানে এবং এখানে

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর কবি নজরুল কলেজ সংলগ্ন এলাকায় নবনির্মিত একটি পাবলিক টয়লেটের নামফলকে ‘কবি নজরুল কলেজ পাবলিক টয়লেট’ শীর্ষক লেখা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। পরবর্তীতে সমালোচনা মুখে কর্তৃপক্ষ নামফলকটি অপসারণ করে।

সুতরাং, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় শেখ মুজিব পাবলিক টয়লেট দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত ছবিটি এডিটেড।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img