মাছের গায়ে আরবিতে আল্লাহ্‌ লেখা ছবিটি এডিটেড

সম্প্রতি, “Today’s best photo” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে এবং আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মাছের গায়ে আরবিতে আল্লাহ্‌ লেখা ছবিটি বাস্তব নয় বরং মূল ছবিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করা হয়েছে।

মূলত, ক্রিস্টনের প্রতিষ্ঠাতা Dave Chilton সারা বিশ্ব জুড়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরে থাকেন এবং তার কোম্পানি ক্রিস্টনের ওয়েবসাইটে সে সকল মাছ নিয়ে তোলা বিভিন্ন ছবি রয়েছে। তবে, আলোচিত ছবির সাথে ক্রিস্টনের ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবি পাওয়া গেলেও ছবিটিতে মাছের গায়ে কোনো লেখা দেখা যায়নি। অর্থাৎ, মূল ছবিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করে মাছের গায়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরবিতে আল্লাহ্‌ লিখে বিকৃতভাবে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img