সম্প্রতি, “Today’s best photo” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। এবং আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিতে মাছের গায়ে আরবিতে আল্লাহ্ লেখাটি বাস্তব নয় বরং মূল ছবিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ‘#丫巳丫’ নামের টুইটার একাউন্টে ২০১২ সালের ৬ ফেব্রুয়ারিতে “Giant tilapia from #CagayanRiver” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি টুইটে হুবহু একই ছবিটি খুঁজে পাওয়া যায়।
Giant tilapia from #CagayanRiver. Sarap i-lechon. :p pic.twitter.com/b1uAI0l4
— #丫巳丫 (@jan_panaligan) February 16, 2012
বিষয়টি বিস্তর অনুসন্ধান করে, অনলাইন ফটো ম্যানেজমেন্ট এবং শেয়ারিং অ্যাপ্লিকেশন ‘Flickr’ এর ওয়েবসাইটে ২০০৯ সালের ২৭ মে-তে “World Record Common Carp 03” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখানে ছবিটির বর্ণনায় ‘Dave Chilton’ নামের এক ব্যক্তিকে কৃতিত্ব দেয়া হয়েছে।

পরবর্তীতে, সেই সূত্র ধরে ‘Dave Chilton’ এর প্রতিষ্ঠিত কোম্পানী ‘kryston’ এর ওয়েবসাইটে প্রকাশিত মূল ছবিটি পাওয়া যায়।

মূলত, ক্রিস্টনের প্রতিষ্ঠাতা Dave Chilton সারা বিশ্ব জুড়ে প্রচুর প্রজাতির মাছ ধরেছেন এবং তার কোম্পানি ক্রিস্টনের ওয়েবসাইটে সে সকল মাছ নিয়ে তোলা সকল ছবি রয়েছে। আলোচিত ছবির সাথে ক্রিস্টনের ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবি পাওয়া গেলেও ছবিটিতে মাছের গায়ে কোনো কিছু লেখা দেখা যায়নি। মূলত তার এই ছবিটি এডিট করেই মাছের গায়ে আরবিতে আল্লাহ লেখা সংযুক্ত করে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
Also Read: চাঁদের উপরে আরবিতে আল্লাহ্ লিখা উক্ত ছবিটি এডিটেড
সুতরাং, এক ব্যক্তির মাছ ধরার সময়ে তোলা একটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে মাছের গায়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরবিতে আল্লাহ্ লিখে বিকৃতভাবে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: Today’s best photo
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]