সম্প্রতি, “Today’s the best Photo” শীর্ষক শিরোনামে উক্ত ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিতে আরবিতে আল্লাহ্ লেখাটি বাস্তব নয় বরং মূল ছবিটি ইন্সটাগ্রাম থেকে সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ‘Betul Turksoy’ নামের একটি ইন্সটাগ্রাম একাউন্টে ২০২০ সালের ১২ মে-তে তুর্কি ভাষায় প্রকাশিত একটি পোস্টে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়।
মূলত, তুর্কির নাগরিক Betul Turksoy একজন অ্যাস্ট্রো ফটোগ্রাফার। তার ইন্সটাগ্রাম আইডিতে বিষয়টি উল্লেখ রয়েছে। মহাবিশ্বের চাঁদ, তারা, আকাশ ও বিভিন্ন গ্রহ-উপগ্রহের চিত্রগ্রাহকদের অ্যাস্ট্রো ফটোগ্রাফার বলা হয়। একদিন বারান্দা থেকে চাঁদের ছবি তোলার সময় তিনি দেখতে পান চাঁদ সরাসরি এরসিয়েস পর্বতের উপরেই ছিলো। কিন্তু দূরত্ব বেশি হওয়ায় এবং চাঁদ খুব উচুতে হওয়ায় চাঁদ এবং এরসিয়েস পর্বতের ছবি একত্রে তুলা সম্ভব হচ্ছিলো না। ‘যদি চাঁদটি পাহাড়ের উপর থাকতো’ এমন ভাবনা থেকেই তিনি দুইটি ছবি তুলে সেগুলো ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একত্রিত করে ইন্সটাগ্রামে প্রকাশ করেন। চাঁদ-পাহাড়ের উক্ত ছবিটিই এডিট করে চাঁদে আরবিতে আল্লাহ লেখা সংযুক্ত করে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
বিষয়টি অধিক নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে Betul Turksoy এর সাথে যোগাযোগ করে এখন পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি তবে তার তরফ থেকে উত্তর পাওয়া মাত্রই তা এই প্রতিবেদনে সংযোজন করা হবে।
আরো পড়ুনঃ CGI পদ্ধতিতে নির্মিত ভিডিওকে মিশরের কায়রোতে ঘটা বাস্তব দৃশ্য দাবিতে প্রচার
উল্লেখ্য, এরসিয়েস তুর্কির সেন্ট্রাল আনাতোলিয়া শহরে অবস্থিত একটি আগ্নেয়গিরির পর্বত। যেটির উচ্চতা ৩৯১৬ মিটার।
সুতরাং, একজন তুর্কি অ্যাস্ট্রো ফটোগ্রাফারের তোলা ছবি ইন্সটাগ্রাম থেকে সংগ্রহ করে সেখানে ডিজিটাল প্রযুক্তির সহয়তায় আরবিতে আল্লাহ্ লিখে বাস্তব দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
বিভ্রান্তির নমুনা
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: Today’s the best Photo
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Betul Turksoy: https://www.instagram.com/p/CAF5wd7pw25/ আর্কাইভঃ https://perma.cc/4KZU-KXZ8
- Ministry of Culture and Tourism: https://www.ktb.gov.tr/EN-99413/kayseri—mount-erciyes.html