সম্প্রতি, “মিশরের কায়রো তে এমন দৃশ্য দেখে মানুষ অবাক, সুবহানআল্লাহ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শুন্যে ভাসমান অবয়ব সম্বলিত আলোচিত ভিডিওটি বাস্তব নয় বরং এটি CGI পদ্ধতিতে নির্মিত একটি ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, HoaxEye নামের একটি ওয়েবসাইটে দুই বছর পূর্বে ‘Heavenly creature’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যেখানে ভিডিওটিকে Jessen Carlos কর্তৃক নির্মিত ডিজিটাল আর্টওয়ার্ক হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত অনুসন্ধানের মাধ্যমে, Jessen Carlos এর ইন্সটাগ্রাম একাউন্টে ২০১৯ সালের ২৭ জুলাই-এ “Angel in the sky, art by Jesson Charles” শিরোনামে প্রকাশিত একটি পোস্টে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
এছাড়া, ২০২০ সালের ১৮ মে তে “Angel appearance art” শিরোনামে কার্লোস উক্ত ভিডিওটিতে তার Instagram username যুক্ত করে পুনরায় প্রকাশ করেছিলো।
তার ইন্সটাগ্রাম একাউন্টে ২০১৯ সালের ১৭ ডিসেম্বরে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় যেখানে তিনি ভিডিওটি কিভাবে তৈরি করেছেন তা আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন।
মূলত, ব্রাজিলীয়ান নাগরিক Jessen Carlos একজন CGI আর্টিস্ট। তার ইন্সটাগ্রাম আইডিতে বিষয়টি উল্লেখ রয়েছে। তিনি সাধারণত এলিয়েন, এঞ্জেল ইত্যাদি পৌরাণিক সৃষ্টি ব্যবহার করে ভিডিও নির্মাণ করতে পছন্দ করেন। এছাড়াও, Jessen এর ইন্সটাগ্রাম আইডিতে এবং ইউটিউব চ্যানেলে এই জাতীয় ততোধিক CGI ভিডিওর অস্তিত্ব রয়েছে। Jessen কর্তৃক CGI পদ্ধতিতে নির্মিত একটি ভিডিওকেই বর্তমানে মিশরের কায়রো তে ঘটা বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।
আরো পড়ুনঃ ভিডিওতে থাকা গাছটি অলৌকিকভাবে শূন্যে ভাসছে না
বিষয়টি অধিক নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানার টিম Jessen Carlos এর সাথে যোগাযোগ করলে তিনি ভিডিওটিকে প্রযুক্তির সহয়তায় তৈরি করেছেন বলে নিশ্চিত করে জানান, “হ্যাঁ, আমি একজন স্পেশাল ইফেক্ট গ্রাফিক আর্টিস্ট। আমি এই ভিডিওগুলো তৈরি করি যাতে লোকেরা অদ্ভুত কিছুর প্রতিক্রিয়া দেখতে পায়। আমাদের সব কিছু বিশ্বাস করা উচিত নয়, বিশ্বাস করার আগে আমাদের অবশ্যই যাচাই করে নেয়া উচিত।”
সুতরাং, CGI পদ্ধতিতে নির্মিত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে মিশরের কায়রো তে ঘটা বাস্তব দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: মিশরের কায়রো তে এমন দৃশ্য দেখে মানুষ অবাক
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Hoaxeye: https://hoaxeye.com/2020/04/26/heavenly-creature/
- Jessen Carlos Instagram Post: https://www.instagram.com/p/B0ZOWtggCFs // https://www.instagram.com/jessencarlos/p/CAUTjE_gF9E // https://www.instagram.com/p/B6K31_IA3DM/
- Statement of Jessen Carlos.