সম্প্রতি, আকাশে ভাসমান গাছের ২৯ সেকেন্ডের একটি ভিডিও ভিন্ন ভিন্ন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।ফ
ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে থাকা গাছটি অলৌকিকভাবে আকাশে ভাসছে না বরং এটি ক্রেনের সাহায্যে গাছটিকে ভাসমান অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ভিডিও।
আরো পড়ুনঃ এটি একটি চলচ্চিত্রের দৃশ্য, বিশ্বের প্রথম ট্রেনের নয়
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে ২০১৭ সালের ৩১ ডিসেম্বরে “A Palm tree Flying on the road of Salalah in Omen” শিরোনামে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে “ভাইরাল প্রেস” নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ৮ ডিসেম্বরে “Floating Palm Tree Illusion” শিরোনামে প্রকাশিত ৩১ সেকেন্ডের এইচডি রেজুলেশনের ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বর্ণনায় লেখা ছিলো “This palm tree appeared to be floating in the air while it was being lifted and re-located with a crane in Oman on December 31, 2017” অর্থাৎ এটি হাওয়ায় ভাসমান দেখালেও ক্রেনের সাহায্যে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিলো।
এছাড়া, ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখা যায় এটি দড়ি দ্বারা ঝুলন্ত অবস্থায় রয়েছে।
অর্থাৎ, ক্রেনের সাহায্যে শুন্যে ঝুলন্ত অবস্থায় একটি গাছকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ভিডিওকে ধর্মীয় আঙ্গিকে অলৌকিক ঘটনা স্বরুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ন বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: আকাশে ভাসমান গাছ
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- YouTube: https://www.youtube.com/watch?v=UeHiBHTzpCc
- Viral Press: https://www.youtube.com/watch?v=91dmDojwJSc
- Our Analysis