ভিন্ন ঘটনার দুইটি ছবি যুক্ত করে গণমাধ্যমে বানোয়াট সংবাদ প্রচার

যা দাবি করা হচ্ছে

সম্প্রতি, “২ মিনিটের মাতৃত্বের স্বাদ পেতে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন মা!” শীর্ষক শিরোনামে দুইটি ছবি সংযুক্ত করে একটি সংবাদ দেশীয় মূলধারার গণমাধ্যম সময় টিভি এর ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।

সময় টিভি এর ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্ট

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সময় টিভির অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। এছাড়া, উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবিগুলো ভিন্ন দুইটি ঘটনার এবং পাশে মাস্ক পরিহিত ব্যক্তিটি কোনো ডাক্তার নন।

মূলত, ২০১৫ এবং ২০১৭ সালে ইন্সটাগ্রাম ও ফেসবুকে প্রচারিত ভিন্ন দুই ফটোগ্রাফারের তোলা ছবির সঙ্গে বানোয়াট একটি গল্প যুক্ত করে সাম্প্রতিক সময়ে দাবি করা হচ্ছে ‘এক বন্ধ্যাত্ব মা জটিল রোগে আক্রান্ত। তিনি দীর্ঘ ১১ বছর অপেক্ষা করে সন্তান নিয়েছিলেন এবং ৭ ঘন্টা অপারেশনের পর সন্তান প্রসব করেন এবং সেই সন্তানকে হাতে রাখা অবস্থায় মা মৃত্যু বরণ করেন। পাশে ডাক্তার কাঁদছিলেন।’

Screenshot from Instagram Post
Screenshot from facebook page

অর্থাৎ, উক্ত বানোয়াট গল্পটিকে কেন্দ্র করেই দেশীয় মূলধারার গণমাধ্যম সময় টিভি এর অনলাইন সংস্করণে ফেসবুককে সূত্র হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়েছে।

বিষয়টি বিগত সময়েও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

শিশুর জন্মের পর মায়ের মৃত্যু, পাশে দাঁড়িয়ে কান্নায় ডাক্তার শীর্ষক ঘটনাটি মিথ্যা

আরও পড়ুন

spot_img