সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নকশাকৃত একটি ছবি ব্যবহার করে দাবি প্রচার করা হচ্ছে, “এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছে।”
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিটি ওপার বাংলা অর্থাৎ ভারতেও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। উক্ত দাবিতে ভারতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাইক্রোস্কোপের মাধ্যমে ধানের উপর করা নকশার দাবিটি সত্য নয় বরং এটি কাঠের উপর করা ধান উৎপাদন প্রক্রিয়ার খোদাইকৃত একটি নকশা। ২০১৮ সালে থাইল্যান্ডে Healthy Food Healthy Life কোম্পানির জেসমিন চালের জন্য Prompt Design নামক একটি এজেন্সি ধান উৎপাদন প্রক্রিয়াকে কাঠের উপর নকশা খোদাই করেন। এই নকশাকে মাইক্রোস্কোপের মাধ্যমে ধানের উপর খোদাই করা নকশার দাবিতে বিগত কয়েক বছর ধরে প্রচার হয়ে আসছে। Prompt Design এর প্রতিষ্ঠাতা সোমচানা ক্যাংওয়ার্নজিত-ও বিষয়টি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, পূর্বেও একই দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।