২০০ বছর বয়সী মানুষের ভিডিও দাবিতে এআই ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ২০০ বছর বয়সী মানুষ দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ২০০ বছর বয়সী বৃদ্ধ লোক দাবিতে প্রচারিত এই ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Latentcore নামক একটি টিকটক অ্যাকাউন্টে গত ২৮ জুনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সদৃশ্যতা লক্ষ্য করা যায়।

উক্ত টিকটক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে এআই দিয়ে তৈরি একাধিক ভিডিও নানাসময়ে প্রচার হতে দেখা যায়। পাশাপাশি প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়।

এছাড়া, উক্ত অ্যাকাউন্টে প্রচারিত ভিডিওটির বিস্তারিত অংশেও ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহারে নির্মিত তা উল্লেখ (এআই লেবেল) করা হয়েছে।

বিষয়টি আরও নিশ্চিতের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ মডারেশন’ এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

সুতরাং, কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে তৈরি করা একটি ভিডিওকে ২০০ বছর বয়সী বৃদ্ধ মানুষ দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img