কাঠের উপর করা নকশাকে ধানের উপর করা নকশা দাবিতে প্রচার

এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ দিয়ে ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছে” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে।  

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

২০২১ সালে ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে। 

২০২০ সালে ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মাইক্রোস্কোপের মাধ্যমে ধানের উপর করা নকশার দাবিটি সত্য নয় বরং এটি কাঠের উপর করা ধান উৎপাদন প্রক্রিয়ার খোদাইকৃত একটি নকশা।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, যুক্তরাজ্যভিত্তিক পণ্যের নকশা বিষয়ক প্রতিষ্ঠান ‘World Brand Design Society’ এর ওয়েবসাইটে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর “Thai Wisdom Rice by Prompt Design” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন সংযুক্ত ছবির সাথে আলোচিত ছবিটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের ‘Prompt Design’ নামক একটি এজেন্সি উক্ত নকশাটি করেছে। 

পরবর্তীতে ‘Prompt Design’ এর ওয়েবসাইটে “HEALTHY FOOD HEALTHY LIFE” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনে বলা হয়, “ব্যাপক উৎপাদন পদ্ধতিতে উৎপাদিত চাল হিসেবে জেসমিন ধানের উপকারীতা রয়েছে। এ কারণেই ‘Healthy Food Healthy Life’ ব্র্যান্ডের জন্ম হয়েছে।”

‘Prompt Design’ জানায়, ডিজাইনের ক্ষেত্রে তারা এমন একটি ছবি ব্যবহার করেছে যা প্রতিটি শস্যে জেসমিন চাল পাওয়ার প্রক্রিয়ার প্রতিটি ধাপকে দেখাবে। এজন্য তারা কাঠের বড় গুঁড়িতে খোদাই করার পদ্ধতি ব্যবহার করে নকশাটি করেছে। তারপর যতটা সম্ভব আসল চালের কাছাকাছি পেতে রঙ করা হয়েছে। এটি স্পষ্টভাবে প্রতিটি ধাপে বিশদ বিবরণ দেখানো হয়েছে যেখানে এটি পুরো প্রক্রিয়াটির গল্প বলে। উদাহরণস্বরূপ, একজন কৃষক তার ক্ষেত লাঙ্গল করার জন্য একটি মহিষ ব্যবহার করেন। ধান কাটা, মাড়াই করা এবং নিষ্পেষণ করা সবই একটি সূক্ষ্ম পূর্বপুরুষের জ্ঞান উৎপাদন প্রক্রিয়া। শস্যের উপরের প্রান্তে একটি জীবাণু্কে দেখানো হয়েছে যা বিশেষ সুবিধা দেয়। 

এই ডিজাইনটি পরবর্তীতে একটি প্রতিযোগিতাতেও পাঠায় এজেন্সিটি। প্রতিযোগিতায় সাবমিট করা ডিজাইনের বর্ণনা থেকে জানা যায়, নকশাটি ২০১৮ সালে ‘Healthy Food Healthy Life’ কোম্পানির নামে পেটেন্ট করা হয়েছে।

এ ব্যাপারে জানতে ‘Prompt Design’ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। এজেন্সিটির প্রতিষ্ঠাতা সোমচানা ক্যাংওয়ার্নজিত (Somchana Kangwarnjit) রিউমর স্ক্যানারকে জানান, “এটি ধানের উপর তৈরি করা নকশা নয়। এটি একটি ঐতিহ্যগত উৎপাদন প্রক্রিয়া (traditional manufacturing process)। এটি তৈরি করা হয়েছিল Healthy Food Healthy Life কোম্পানির চালের জন্য।”

মূলত, ২০১৮ সালে থাইল্যান্ডে Healthy Food Healthy Life কোম্পানির জেসমিন চালের জন্য Prompt Design নামক একটি এজেন্সি ধান উৎপাদন প্রক্রিয়াকে কাঠের উপর নকশা খোদাই করেন। এই নকশাকে মাইক্রোস্কোপের মাধ্যমে ধানের উপর খোদাই করা নকশার দাবিতে বিগত কয়েক বছর ধরে প্রচার হয়ে আসছে। Prompt Design এর প্রতিষ্ঠাতা সোমচানা ক্যাংওয়ার্নজিত-ও বিষয়টি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন। 

প্রসঙ্গত, সম্প্রতি “মাইক্রোস্কোপে মৌমাছি” শীর্ষক শিরোনামে একটি ছবিসহ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, মাইক্রোস্কোপের মাধ্যমে ধানের উপর করা নকশার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img