সম্প্রতি বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিনের ছবি দাবিতে একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো তাসনিয়া ফারিনের নয় বরং, ইন্টারনেট থেকে ভিন্ন আরেক বাংলাদেশি নারীর ছবি সংগ্রহ করে সেগুলোতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তাসনিয়া তারিনের মুখমণ্ডল প্রতিস্থাপন করে ছবিগুলো তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অভিনেত্রী তাসনিয়া ফারিনের ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট যাচাই করে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, Tania Tithi নামক ফেসবুক প্রোফাইলে গত ১৪ জুন প্রকাশিত একটি পোস্টে কিছু ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিগুলোর সাথে আলোচিত ছবিগুলোর আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রচারিত ছবির সাথে এসব ছবিতে থাকা ব্যক্তির পোশাক, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সবকিছুর মিল রয়েছে কিন্তু উভয় ছবিতে থাকা নারীদের চেহারা ভিন্ন।

ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয়, তানিয়া তিথি নামক নারীর ছবিগুলোতে তার মুখমণ্ডলের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তাসনিয়া ফারিনের মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
এছাড়া, Tania Tithi নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ১৪ জুন প্রকাশিত পোস্টেও একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
সুতরাং, অভিনেত্রী তাসনিয়া ফারিনের ছবি দাবিতে প্রচারিত ছবিগুলো সম্পাদিত।
তথ্যসূত্র
- Tasnia Farin – Facebook Page
- Tasnia Farin – Instagram Account
- Tania Tithi – Facebook Post
- Tania Tithi – Instagram Post