বিএনপির পায়ের নিচে মাটি নাই বলে মন্তব্য করেননি ড. মোশাররফ হোসেন, প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত

সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের মন্তব্য দাবিতে “বিএনপির পায়ের নিচে মাটি নাই, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারলে জাতীয় নিরাপত্তা সহজ হয়ে যাবে, বিএনপির একক ভাবে খমতায় যাওয়া সম্ভব না” শিরোনামে মূলধারার গণমাধ্যম একাত্তর এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “বিএনপির পায়ের নিচে মাটি নাই, বিএনপির একক ভাবে খমতায় যাওয়া সম্ভব না” শিরোনামে একাত্তর টিভি কোনো ফটোকার্ড প্রচার করেনি এবং খন্দকার মোশাররফ হোসেনও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, “জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারলে জাতীয় নিরাপত্তা সহজ হয়ে যাবে” শিরোনামে ‘একাত্তর’ এর একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে তাতে মূলধারার সংবাদমাধ্যম ‘একাত্তর’ এর লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘০৬ জুলাই, ২০২৫’ উল্লেখ থাকতে দেখা যায়।

উক্ত তথ্যগুলোর সূত্র ধরে একাত্তর টিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, ‘একাত্তর’ এর ফেসবুক পেজে গত ০৬ জুলাই “জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারলে জাতীয় নিরাপত্তা সহজ হয়ে যাবে” শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের লোগো, ছবি, তারিখ ও তারিখের ফন্টের মিল রয়েছে। তবে খন্দকার মোশাররফ হোসেনের মন্তব্য দাবিতে প্রচারিত লেখা ও লেখার ফন্টের বৈসাদৃশ্য পাওয়া যায়। একাত্তর এর উক্ত মূল ফটোকার্ডটিতে “জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারলে জাতীয় নিরাপত্তা সহজ হয়ে যাবে” শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর সঙ্গে ‘বিএনপির পায়ের নিচে মাটি নাই’ এবং ‘বিএনপির একক ভাবে খমতায় যাওয়া সম্ভব না’ শীর্ষক বাক্য যুক্ত করা হয়েছে।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একাত্তর টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা (এডিট) করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় মূলধারার গণমাধ্যমে (প্রথম আলোযুগান্তরনয়া দিগন্ত) আলোচ্য বিষয়ে খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য সম্বলিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনগুলোতে কোথাও ‘বিএনপির পায়ের নিচে মাটি নাই’ এবং ‘বিএনপির একক ভাবে খমতায় যাওয়া সম্ভব না’ শীর্ষক কোনো মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।

অর্থাৎ, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন “বিএনপির পায়ের নিচে মাটি নাই, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারলে জাতীয় নিরাপত্তা সহজ হয়ে যাবে, বিএনপির একক ভাবে খমতায় যাওয়া সম্ভব না” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে শিরোনামে একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img