সম্প্রতি, “মাইক্রোস্কোপে মৌমাছি” শীর্ষক শিরোনামে একটি ছবিসহ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উল্লিখিত ছবিটি মাইক্রোস্কোপে মৌমাছির ছবি নয় বরং এটি লংহর্ন বিটলস এর ম্যাক্রো ফটোগ্রাফির মাধ্যমে তোলা ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম Newsweek এর এবছরের ১ জুলাই প্রকাশিত “Terrifying Close-Up of Beetle’s Face Compared to New Slipknot Member” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন থেকে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায় যে, ছবিটি একটি লংহর্ণ বিটলস এর ক্লোজ আপ ছবি। ছবিটি তোলেন Dara Ojo নামের একজন নাইজেরিয়ার নাগরিক, যিনি বর্তমানে চীনে বসবাস করছেন। চীনের সাংহাইয়ের বাইরে জিয়াসিং নামক স্থানে তিনি এই পোকাটি দেখতে পান এবং ক্যামেরায় পোকাটির ছবি ধারণ করে ফেলেন।
প্রতিবেদন থেকে আরো জানা যায় যে, দারা ওজো পেশায় একজন ম্যাক্রো/ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং ছবি তোলার ক্ষেত্রে তাঁর সবচেয়ে পছন্দের বিষয়বস্তু হলো কীটপতঙ্গ।
পাশাপাশি, প্রতিবেদনটি থেকে দারা ওজোর ইন্সট্রাগ্রাম একাউন্ট explorewithdara খুঁজে পাওয়া যায়। ইন্সট্রাগ্রাম একাউন্ট থেকে এ বছরের ৮ জুন প্রকাশিত “A year ago, this image appeared on the internet for the first time, and the rest is history” শীর্ষক শিরোনামে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
অন্যদিকে, explorewithdara নামে দারা ওজোর ফেসবুক একাউন্ট খুঁজে পাওয়া যায়। একাউন্ট থেকে কীটপতঙ্গের অসংখ্যা ক্লোজ আপ ছবি খুঁজে পাওয়া যায়।
এছাড়া, Dara Ojo এর টুইটার একাউন্টটিতেও একই ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটি কি ম্যাক্রো ফটোগ্রাফি?
ছবির ক্যাপশনে প্রদত্ত তথ্য থেকে জানা যায় যে, ছবিটি Tamron 90mm এবং Raynox DCR -250 ক্যামেরা লেন্স ব্যবহার করে তোলা হয়েছে।
অন্যদিকে, Amazon.com থেকে জানা যায় যে, আলোচিত ছবির বিবরণে উল্লিখিত Tamron 90mm ক্যামেরা লেন্সটি একটি ম্যাক্রো লেন্স।
Amazon.com থেকে আরো জানা যায়, আলোচিত ছবির বিবরণে উল্লিখিত Raynox DCR -250 ক্যামেরা লেন্সটিও একটি ম্যাক্রো লেন্স।
মাইক্রোস্কোপ এবং ম্যাক্রো ফটোগ্রাফি কি?
ম্যাক্রো ফটোগ্রাফি হল এক ধরনের ক্লোজ-আপ ফটোগ্রাফি যা প্রাথমিকভাবে বৈজ্ঞানিক গবেষণার জন্য তৈরি করা হয়। ১ঃ১ অনুপাত ম্যাগনিফিকেশন এ আলোকচিত্র ধারণ করা হয় এক্ষেত্রে।
সহজ ভাবে, “ম্যাক্রো ফটোগ্রাফি” বলতে একটি ছোট বিষয়ের ক্লোজ-আপ এবং অত্যন্ত বিশদ চিত্র উপস্থাপন করে এমন কোনও ফটোগ্রাফ হিসাবে উল্লেখ করা যায়।
অন্যদিকে, মাইক্রোস্কোপ হলো একটি যন্ত্র যার মাধ্যমে ছোট বস্তু, এমনকি কোষগুলি পর্যন্ত পর্যবেক্ষণ করা যায়। একটি লেন্সের মাধ্যমে বস্তুর চিত্রকে বড় করা হয়। এই লেন্সটি চোখের দিকে আলো বাঁকিয়ে একটি বস্তুকে তার প্রকৃত অবস্থার চেয়ে বড় করে দেখা যায়।
মূলত, ম্যাক্রো ফটোগ্রাফির মাধ্যমে কোন বস্তুর ডিটেইলস ফুটিয়ে তোলা যায়। কীটপতঙ্গ তাদের ক্ষুদ্র দেহাকৃতি ও সুন্দর গঠনের জন্যে বরাবরই ম্যাক্রো ফটোগ্রাফারদের প্রিয় সাবজেক্ট হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে,মাইক্রোস্কোপ হলো একটি যন্ত্র যার মাধ্যমে ছোট বস্তু, এমনকি কোষগুলি পর্যন্ত পর্যবেক্ষণ করা যায়। ম্যাক্রো ফটোগ্রাফার দারা ওজো-র ম্যাক্রো ফটোগ্রাফির মাধ্যমে তোলা লংহর্ন বিটলস এর ছবিকে মাইক্রোস্কোপে মৌমাছি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ম্যাক্রো ফটোগ্রাফির মাধ্যমে ধারণকৃত লংহর্ন বিটলের ছবিকে মাইক্রোস্কোপে ধারণকৃত মৌমাছির ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Newsweek: Terrifying Close-Up of Beetle’s Face Compared to New Slipknot Member
- Amazon.com: Amazon.com : Raynox DCR-250 Super Macro Snap-On Lens
- Amazon.com: Amazon.com : Canon EOS 5D Mark II 10x High Definition 2 Element Close-Up (Macro) Lens (77mm)
- Instagram Account of Dara Ojo: https://www.instagram.com/p/CeisVzdq2oz/?hl=en
- Twitter Account of Dara Ojo: https://twitter.com/explorewithdara
- Facebook Account of Dara Ojo: explorewithdara