ভারতের বেঙ্গালুরুতে বাড়ির ভেতরে ঢুকে হামলার ঘটনাকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার

সম্প্রতি, বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ভিডিওটির ক্যাপশনে বলা হচ্ছে, ‘আমার এই বাংলাদেশে কোন নিরাপত্তা নেই.. আপনি যে আপনার ঘরে থাকবেন সেই নিরাপত্তাটুকু পর্যন্ত নেই.. কিভাবে এ দেশে আপনি বাঁচবেন.. ভিডিওটা ভালো করে সবাই দেখেন.. যদি সুযোগ হয় তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করুন।’ (বানান অপরিবর্তিত)

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাড়ির ভেতরে ঢুকে হামলার এই ঘটনাটি বাংলাদেশের নয়। বরং, ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর ঘটনাকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ভারতের কর্ণাটক রাজ্যের স্থানীয় ডিজিটাল সংবাদ প্ল্যাটফর্ম ‘Guarantee News’ -এর ইউটিউব চ্যানেলে গত ৩০ এপ্রিল ‘ಲಾಂಗ್ & ಮಚ್ಚುಗಳ ಸಮೇತ ಅ*ಟ್ಯಾಕ್ ಮಾಡ್ತಿರುವ EXCLUSIVE ಸಿಸಿಟಿವಿ ದೃಶ್ಯ’ ক্যাপশনে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একটি দীর্ঘসংষ্করণ খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন বর্ণনায় #bengaluru #family #bengalurucity #bengalurunews হ্যাশগুলো ব্যবহার করা হয়েছে।

Comparison : Rumor Scanner

পরবর্তীতে, হ্যাশট্যাগে পাওয়া তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতের তেলুগু ভাষার সংবাদ প্লাটফর্ম ‘ఉత్తరాంధ్ర నౌ!’ (Uttarandhra Now) -এর এক্স অ্যকাউন্টে ভিডিওটি গত ১ মে প্রচার হতে দেখা যায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি বেঙ্গালুরুতে একটি পরিবারের ওপর হামলার ঘটনার।

এছাড়াও, ভিডিওটি ‘BJP Karnataka’ নামক এক্স অ্যাকাউন্ট থেকেও একই দাবিতে প্রচার হতে দেখা যায়।

Screenshot: BJP Karnataka (X Account)

তেলেগুর স্থানীয় গণমাধ্যম ‘M9 NEWS’ -এর ওয়েবসাইটে এই বিষয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, মহাদেবপুরা BBMP-এর কর্মী শ্রুতি স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী লাঙ্গু মাচ্চু ডনাসহ একটি দল নিয়ে প্রভু নামে এক ব্যক্তির বাড়িতে জোর করে প্রবেশ করে। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে হামলাকারীরা প্রভুকে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে।

অর্থাৎ, এটি নিশ্চিত যে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে হামলার এই ঘটনাটি বাংলাদেশের নয়।, 

সুতরাং, ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে বাড়ির ভেতরে ঢুকে হামলার একটি ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্য।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img