সম্প্রতি, “সুদি ইউনুসের সংস্কার,মুদি দোকান ডা’কাত দল লু’ট করার জন্য ভাং’চু’র করছে…! ২৯/০৭/২০২৫” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকাতির এই ভিডিওটি বাংলাদেশের নয় বরং, এটি ভারতের মধ্য প্রদেশের ঘটনার ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় সাংবাদিক ‘Narendra Nath Mishra’ এর এক্স অ্যাকাউন্টে ২০২৫ সালের ৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়, এটি ভারতের মধ্য প্রদেশের শিবপুরীর ঘটনা।
পরবর্তীতে, আরেক ভারতীয় সাংবাদিক ‘Abhimanyu Singh Journalist’ এর এক্স অ্যাকাউন্টেও একই দাবিতে ভিডিওটি প্রচার হতে দেখা যায়।
এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্টে একই তথ্যসংবলিত আলোচিত ভিডিওটি (১,২,৩) খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি বাংলাদেশের নয়।
সুতরাং, ভারতের মধ্য প্রদেশে দোকানে ডাকাতির দৃশ্যকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Narendra Nath Mishra – X post