ফিলিস্তিনের স্কার্ফ গলায় রোনালদোর খাবার সদৃশ বস্তু বিতরণের ছবিটি এআই দিয়ে তৈরি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পতাকার রঙ সদৃশ স্কার্ফ গায়ে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ছবি প্রচার করা হয়েছে। ছবিতে দেখা যায়, কয়েকটি ছোট বাচ্চাকে খাবার সদৃশ বস্তু বিতরণ করছেন রোনালদো। উক্ত ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে “মানুষ হতে গেলে মনুষ্যত্বের প্রয়োজন যেটা রোনালদোর আছে” শীর্ষক ক্যাপশনে ব্যাপকভাবে প্রচার করে দাবি করা হয়েছে, প্রচারিত ছবিটি আসল।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি, আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টগুলোতে সম্মিলিতভাবে প্রায় ১ লক্ষ ১৬ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফিলিস্তিনের পতাকার রঙের স্কার্ফ গায়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর এই ছবিটি আসল নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ছবি।

ছবিটির বিষয়ে অনুসন্ধানে কোনো মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। প্রচারিত ছবিটি আসল হলে তা আন্তর্জাতিক নানা গণমাধ্যমে প্রচার হতো।

আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে তাতে রোনালদোর গায়ে থাকা স্কার্ফ ও সামনে থাকা ছোট বাচ্চাদের হাতে বেশ অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিতের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম “হাইভ মডারেশন” এ ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ছবিকে ফিলিস্তিনের পতাকার রঙের স্কার্ফ গায়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর আসল ছবি দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img