সম্প্রতি, “হাসিনার বিয়েতে খালেদা জিয়া” শীর্ষক দাবিতে ইন্টারনেটে একটি ছবি প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “হাসিনার বিয়েতে খালেদা জিয়া” শীর্ষক দাবিতে প্রচারিত ছবিটি শেখ হাসিনার বিয়ের ছবি নয় বরং ছবিতে খালেদা জিয়ার পাশে কনে হিসেবে থাকা নারী বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক রোখসানা খানম মিতুয়া।
মূলত, রোখছানা খানম মিতুয়ার বিয়েতে তার কনে সাজে থাকা অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তোলা একটি ছবিকে শেখ হাসিনার বিয়েতে তার সাথে বেগম খালেদা জিয়ার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে ছবিটি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়টি মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।