সম্প্রতি “আগামীকাল থেকে হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের নতুন যােগাযােগের নিয়ম কার্যকর করা হবে” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত দাবিগুলো ইন্টারনেটে প্রচার করা হচ্ছে এবং পূর্বেও বিভিন্ন সময়ে এই ভিত্তিহীন বিষয়টি ইন্টারনেটে প্রচার করা হয়েছিল।
মূলত, কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে “আগামীকাল থেকে হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের নতুন যােগাযােগের নিয়ম কার্যকর করা হবে” শীর্ষক দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হয়। তবে দাবিগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি।
উল্লেখ্য,পূর্বেও বিভিন্ন সময়ে বিষয়টি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।