সম্প্রতি, “শেষমেষ তুমিও ধোঁকা দিলা বেয়ার” শিরোনামে জনপ্রিয় টিভি শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ এর বিয়ার গ্রিলসের ছবি সম্বলিত একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে ।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শো এর বিয়ার গ্রিলসের কোনো শ্যুটের ছবি নয় বরং, ‘BEAR GRYLLS Young Adventurer‘ নামক একটি অ্যানিমেশন মুভির শ্যুটিংয়ের ছবিকে সম্প্রতি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে থাকা ছবিটি রিভার্স সার্চের মাধ্যমে ফেসবুকে ‘Bear Grylls’ এর অফিশিয়াল পেজে গত ১৬ মে প্রকাশিত এ সংক্রান্ত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে বিয়ার গ্রিলস লিখেছেন, “আমাদের প্রথম ‘Bear Grylls Young Adventurer: Endangered’ অ্যানিমেশন মুভির আশেপাশে কিছু অ্যাড-অন তৈরি করতে সাহায্যকারী একটি দুর্দান্ত দলকে ধন্যবাদ। গ্রিন স্ক্রিন কাজ করার জন্য একটি অদ্ভুত কিন্তু বরাবরের মতো উন্নতি, মানিয়ে নেওয়া এবং কাটিয়ে উঠার মতো মাধ্যম।” (অনূদিত)
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে বিয়ার গ্রিলসের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ এর শ্যুটিংয়ের দৃশ্য দাবিতে একই ছবি প্রচার করা হলে সেসময়ে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।