সম্প্রতি, “সুবহানাল্লাহ। আফগানিস্তানের পাহাড়ে এমন কিছু ইউরেনিয়াম বৈশিষ্ট্য পাথর পাওয়া গিয়েছে যা দেখতে একেবারেই কুচ কালো। এবং পাথরগুলি স্পর্শ করলে বরপ শীতল মনে হয়, কিন্তু এর সংস্পর্শে কোন ধাতব বস্তু রাখার কিছুক্ষণ পর মোমের মত গলগল করে গলে পরে।” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওতে দেখানো লোহা গলার কারণ কোনো ইউরেনিয়াম বৈশিষ্ট্য পাথর নয় বরং ভিডিওটিতে ব্যবহৃত লোহাটি গ্যালিয়াম নামক একটি ধাতু দিয়ে তৈরি যেটির গলনাংক ২৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে।
মূলত, গ্যালিয়াম এমন একটি ধাতু যার গলনাংক 29.8°C. অর্থাৎ এর ধর্ম হলো এটি ২৯° সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে। আলোচিত ভিডিওতে থাকা পেরেকগুলো সেই গ্যালিয়াম ধাতুর-ই তৈরি ফলে পেরেকগুলো বাহিরের উষ্ণ অবস্থানে থাকা কালো পাথরের উপর রাখার পর সেটি তার রাসায়নিক বৈশিষ্ট্য অনুযায়ী গলতে শুরু করে। গ্যালিয়াম ধাতুর তৈরি পেরেক গলার ঐ ভিডিওটিকেই সম্প্রতি আফগানিস্তানে পাওয়া ইউরেনিয়াম বৈশিষ্ট্য পাথর যা লোহা গলাতে পারে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।