সম্প্রতি, “ধর্ম শিক্ষা বাদ দেওয়ার কুফল এভাবে আসবে।প্রত্যেক মুসলিম মাতা পিতার কর্তব্য খোঁজ নেওয়া তার ছেলে সন্তান শিক্ষাঙ্গনে কি শিখছে, ভিডিওতে শিক্ষকরা বাজনার তালে তালে মনের সুখে প্রার্থনা করছে “তুমি আল্লাহ তুমি যিশু তুমি ভগবান” নাউজুবিল্লাহ। কুমোলমতি শিশুদের এই বুলি শিখানো হবে, গেঁথে যাবে তাদের অন্তরে” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নয় বরং এটি ভারতের আসাম রাজ্যে অবস্থিত ইছলামপুর ব্লক ছিনিয়র মাদ্ৰাসার প্ৰাৰ্থনা সভার একটি ভিডিও।
অনুসন্ধানে ভারতের আসামের আঞ্চলিক সংবাদ প্রচারকারি প্রতিষ্ঠান DOBOKA LIVE এর ফেসবুক পেজে গত ৪ জুন ‘ইছলামপুর ব্লক ছিনিয়র মাদ্ৰাসার প্ৰাৰ্থনা সভার এটি দৃশ্য’ শীর্ষক শিরোনামে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায় এবং DOBOKA LIVE এর লোগো এর ও মিল খুঁজে পাওয়া যায়।
মূলত, ভারতের আসামের ইছলামপুর ব্লক ছিনিয়র মাদ্ৰাসার প্ৰাৰ্থনা সভার একটি ভিডিওকে
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা বাদ(অভিযোগ) দেওয়ার ফলে শিক্ষকরা বাজনার তালে তালে “তুমি আল্লাহ তুমি যিশু তুমি ভগবান” শীর্ষক প্রার্থনা করছে দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ভারতের একটি মাদ্রাসার প্ৰাৰ্থনা সভার ভিডিওকে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
উল্লেখ্য, গত জুলাই মাসে একই ভিডিওটি ব্যবহার করে ৯০% মুসলমানের দেশে স্কুল মাদ্রাসায় হিন্দুত্ববাদী ডুকিয়ে দেওয়া হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সে সময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।