সম্প্রতি, ‘গর্বিত মা’ ক্যাপশনে আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসিকে এক নারীর জড়িয়ে ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দাবি করা হচ্ছে, মেসিকে জড়িয়ে ধরা নারী তার মা।
ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশের আগ অবধি ভিডিওটি প্রায় সাড়ে ৭ লাখ বার দেওয়া হয়েছে। এছাড়া পোস্টটিতে ৪৮ হাজারের ওপরে প্রতিক্রিয়া দেখানো হয়েছে এবং ১৩৪ বার পোস্টটি শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেসিকে জড়িয়ে ধরা নারী তার মা নন, বরং মেসিকে জড়িয়ে ধরা নারী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের রাঁধুনি অ্যান্টোনিয়া ফারিয়াস।
মূলত, ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের পর মাঠে মাকে মেসির জড়িয়ে ধরার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে প্রকৃতপক্ষে ভিডিওটিতে থাকা নারী মেসির মা নন। ২০২২ সালের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের পুরো দিন মেসির মা আর্জেন্টিনার পার্পল কালারের জার্সি পরে ছিলেন, কিন্তু ভিডিওটিতে থাকা নারী আকাশি নীল জার্সি পরে ছিলেন। এছাড়া আর্জেন্টিনার একাধিক মূলধারার গণমাধ্যম নিশ্চিত করেছে যে ভিডিওতে থাকা নারী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের রাঁধুনি অ্যান্টোনিয়া ফারিয়াস। পাশাপাশি, রিউমর স্ক্যানার টিমের নিজস্ব অনুসন্ধানেও নিশ্চিত হয় ভিডিওতে থাকা নারী অ্যান্টোনিয়া ফারিয়াস।
প্রসঙ্গত, ২০২২ সালে বিশ্বকাপের পরপরই একই দাবিতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে ভাইরাল হলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার টিম।