১০ বছর পরেও অক্ষত অবস্থায় হাফেজের লাশ দাবিতে প্রচারিত বিষয়টি মিথ্যা 

সম্প্রতি, “একজন হাফেজে কুরআনের লাশ দাফনের দশ বছর পরেও অক্ষত” শীর্ষক শিরোনামে অলৌকিক ঘটনা দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
ভিডিওগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি অলৌকিক কোনো ঘটনার নয় বরং এটি ইন্দোনেশিয়ার ‘ইয়াসের বিন তামরিন’ নামের এক ব্যক্তির মৃতদেহ দাফনের পূর্বে ধারণ করা ৪ বছর পূর্বের একটি ভিডিও।

মূলত, আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তিটির নাম ইয়াসের বিন তামরিন। ২০১৭ সালে তিনি ইন্দোনেশিয়ার গুনুং সিন্দুর রুতানে দুই পুলিশ অফিসারকে গুলি করার অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে বন্দী ছিলেন। ২০১৮ সালের ১৭ জুলাইয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে দক্ষিণ টাঙ্গেরং আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মৃত্যুবরণ করে তিনি। দাফনের পূর্বে ঐ ব্যক্তির লাশের প্যাকেট খুলে মুখমন্ডল দেখানোর ভিডিওকেই সাম্প্রতিক সময়ে ‘একজন হাফেজের লাশ ১০ বছর পরেও অক্ষত অবস্থায় রয়েছে’ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, একই ভিডিও একই দাবিতে চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেসময় বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

আরও পড়ুন

spot_img