রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কবুতরের স্যালুট করার ভিডিওটি এডিটেড

সম্প্রতি, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি কবুতর স্যালুট করেছে” শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবিতে বিগত বছরগুলোয় ফেসবুকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ২০১৭ সালে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি কবুতর স্যালুট করেছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং উক্ত দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওতে কবুতরের স্যালুট দেওয়ার অংশটি এডিট করা হয়েছে।  

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওটির কি-ফ্রেম থেকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ২০১৭ সালের ০১ জুন রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা ‘Ruptly’ এর ওয়েবসাইটে “Russia: Coo-Coo! – Putin blanked by pigeon at Spiritual Centre” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল থাকলেও কবুতরের স্যালুট দেওয়ার কোনো দৃশ্য সেখানে ছিল না।

Image Comparison by Rumor Scanner.

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, শুরুতে প্রেসিডেন্ট পুতিন একজন ধর্মযাজকের সাথে হেঁটে আসছেন। পরবর্তী দৃশ্যে দেখা যায় তিনি এবং ধর্মযাজকের পাশে বেশ কয়েকজন সিকিউরিটি গার্ড ছিল। তারা হেঁটে আসার সময় একটি কালো কবুতর তাদের বাম দিক দিয়ে হেঁটে যাচ্ছিল। সে সময় পুতিন হাত দিয়ে কবুতরটিকে শুভেচ্ছা সূচক ইশারা করেন। কিন্তু কবুতরটি কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

একই ভিডিও ‘News Russia Ukraine Syria World’ নামক একটি ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটিতেও পুতিনকে স্যালুট দেওয়ার কোনো দৃশ্য খুঁজে পাওয়া যায়নি।

Screenshot from Youtube.

অর্থাৎ, ভ্লাদিমির পুতিনকে একটি কবুতর স্যালুট করার দাবিতে যে ভিডিওটি প্রচারিত হচ্ছে তা এডিট করে তৈরি করা হয়েছে।

মূলত, ২০১৭ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ধর্মীয় কেন্দ্র থেকে বের হয়ে আসার সময় একটি কবুতরকে শুভেচ্ছা সূচক ইশারা করলেও কবুতরটি কোনো সাড়া দেয়নি। উক্ত ভিডিওটি বিভিন্ন সময়ে প্রেসিডেন্ট পুতিনকে একটি কবুতর স্যালুট করেছে দাবিতে প্রচার হয়ে আসছে। 

তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, কবুতরের স্যালুট দেওয়ার অংশটি এডিটের মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও ভ্লাদিমির পুতিনকে নিয়ে ইন্টারনেটে ভুল তথ্য ছড়িয়ে পরলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। দেখুন এখানে, এখানে এবং এখানে

উল্লেখ্য, ভ্লাদিমির পুতিন ২০১২ সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুতরাং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি কবুতরের স্যালুট করার ভিডিওটি এডিটেড।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img