সম্প্রতি অনলাইনে একটি মিছিলের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগ দাবিতে ঢাকার উত্তরায় ছাত্রজনতার মিছিলের দৃশ্য।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত মিছিলের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটি উত্তরারও নয়। এছাড়া, উক্ত মিছিলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগ দাবিরও কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২০ সালে কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঢাকার গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ এলাকায় (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউ) নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল করে। এটি সেই ঘটনারই একটি ভিডিও।
অনুসন্ধানে ‘মিডিয়া সন্দ্বীপ’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২০ সালের ৭ ডিসেম্বরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওটির প্রায় ৫ মিনিট পরবর্তী সময়ের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশনে বলা হয়, “কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বঙ্গবন্ধু এভিনিউ থেকে সরাসরি যুক্ত হয়েছি Zakaria Ibn Yusuf”।
উক্ত নামের সূত্র ধরে অনুসন্ধানে সাংবাদিক জাকারিয়া ইবনে ইউসুফের ফেসবুক পেজে একই ক্যাপশনে ২০২০ সালের ০৫ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টটিতে সংযুক্ত মিডিয়া কনটেন্টটি এই মূহুর্তে দেখা যাচ্ছে না৷ তবে উক্ত পোস্টটিতে আলোচিত ভিডিওটিরই সংযুক্তি ছিল এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়। সাংবাদিক জাকারিয়া ইবনে ইউসুফের ফেসবুক পেজে প্রচারিত উক্ত ভিডিওটি ইতোপূর্বেও নানা সময়ে রিউমর স্ক্যানারের নানা প্রতিবেদনে ব্যবহৃত হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের তৎকালীন সভাপতি ইব্রাহিম হোসেনের সেই সময়ের একটি ফেসবুক পোস্ট থেকেও একই তথ্য জানা যায়।
মূল ভিডিওটির প্রসঙ্গ কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনার বিষয়ে অনুসন্ধান করলে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’র ওয়েবসাইটে ২০২০ সালের ৫ ডিসেম্বরে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জানা যায়, “কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে। এতে ভাস্কর্যের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। (২০২০ সালের ৪ ডিসেম্বর দিবাগত) রাত দুইটার দিকে দুজনকে দেখা যাচ্ছে তারা ভাস্কর্য ভাঙচুর করছে।..”
উল্লেখ্য, ২০২০ সালের উক্ত ভিডিওটি ব্যবহার করে বিভিন্ন সময়ে প্রচারিত গুজবের প্রেক্ষিতে রিউমর স্ক্যানারে প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
সুতরাং, ২০২০ সালে কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঢাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের একটি ভিডিওকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগ দাবিতে ঢাকার উত্তরায় ছাত্রজনতার মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- মিডিয়া সন্দ্বীপ – Facebook Post
- Zakaria Ibn Yusuf – Facebook Post
- Ibrahim Hossain: Facebook Post