গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ০৯ নভেম্বর দলটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে ১০ নভেম্বর গনতন্ত্র পুণরুদ্ধারে রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে প্রতিবাদ সমাবেশে যোগদানের ঘোষণা দেয়৷ এর প্রেক্ষিতে ০৯ নভেম্বর রাত থেকে ইন্টারনেটে ভাইরাল একটি ভিডিওতে দাবি করা হয়, বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশে ছাত্রলীগের একটি মিছিল বের হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই ঘটনার দৃশ্যকে রাজধানীর মিরপুরের দাবিতেও প্রচার করা হয়েছে, এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিগুলোর পাশাপাশি একই ভিডিওটি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করে দাবি করা হচ্ছে ভিডিওটি ৯ নভেম্বর রাত একটায় ঢাকা জিরো পয়েন্ট এলাকা ছাত্রলীগের দখল করার দৃশ্যের।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিওটি ০৯ নভেম্বর রাতের নয় বরং, ২০২০ সালে একটি ভিন্ন ঘটনায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে সাংবাদিক জাকারিয়া ইবনে ইউসুফের ফেসবুক পেজে ২০২০ সালের ০৫ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, সেসময় (২০২০ সালে) কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদস্বরূপ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
একই ঘটনায় জাতীয় দৈনিক যুগান্তরের ফেসবুক পেজে ২০২০ সালের ৫ ডিসেম্বর প্রকাশিত ভিডিওতেও একই দৃশ্য লক্ষ্য করা যায়।
গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ০৯ নভেম্বর রাতে বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ মিছিল করার কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২০ সালের উক্ত ভিডিওটি ব্যবহার করে গত ২৩ অক্টোবর ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে মিছিলের বলে প্রচার করা হয়েছিল। উক্ত দাবি নিয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক দেখুন এখানে।
সুতরাং, ১০ নভেম্বরের সমাবেশের আগের রাতে বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে ২০২০ সালের ভিন্ন ঘটনায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিওকে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangladesh Awami League – Facebook Post
- Zakaria Ibn Yusuf – Facebook Post
- Daily Jugantor – Facebook Post
- Rumor Scanner’s Own Analysis
হালনাগাদ/ Update
১১ নভেম্বর, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়ে টিকটকে প্রচারিত একই প্রকার দাবি সম্বলিত পোস্ট আমাদের নজরে আসার প্রেক্ষিতে উক্ত পোস্টটি প্রতিবেদনে দাবি হিসেবে যুক্ত করা হলো।