নিষিদ্ধের প্রতিবাদে নয়, বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের এই ভিডিওটি পুরোনো

সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’–এর ক্ষমতাবলে আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের কথা জানানো হয়েছে। এরই প্রেক্ষিতে, ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ ছাত্রলীগের সাম্প্রতিক বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২০ সালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে সাংবাদিক Zakaria Ibn Yusuf এর ফেসবুক পেজে ২০২০ সালের ৫ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

Video Comparison: Rumor Scanner

ভিডিওর বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, সেসময় (২০২০ সালে) কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

একই ঘটনায় জাতীয় দৈনিক যুগান্তরের ফেসবুক পেজে ২০২০ সালের ৫ ডিসেম্বর প্রকাশিত ভিডিওতেও একই দৃশ্য লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, ছাত্রলীগকে নিষিদ্ধের প্রতিবাদে আজ ২৪ অক্টোবর ভোরে সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী ধানমন্ডি ৩২ নম্বরে ঝটিকা মিছিল করেছেন।

সুতরাং, ২০২০ সালের ভিন্ন ঘটনায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিওকে ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউ ছাত্রলীগের নেতাকর্মীর বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img