গত ৫ ফেব্রুয়ারি রাতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ৩২ এ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় একদল বিক্ষুব্ধ জনতা। এর প্রেক্ষিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ধানমন্ডি ৩২ এ হামলার প্রতিবাদে ছাত্রলীগের একটি বিশাল মিছিল বের হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিওটি গতকাল ৫ ফেব্রুয়ারি রাতের নয় বরং, এটি ২০২০ সালে কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভ মিছিলের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে সাংবাদিক জাকারিয়া ইবনে ইউসুফের ফেসবুক পেজে ২০২০ সালের ০৫ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে।

ভিডিওর বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, সেসময় (২০২০ সালে) কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
একই ঘটনায় জাতীয় দৈনিক যুগান্তরের ফেসবুক পেজে ২০২০ সালের ৫ ডিসেম্বর প্রকাশিত ভিডিওতেও একই দৃশ্য লক্ষ্য করা যায়।
উল্লেখ্য, ২০২০ সালের উক্ত ভিডিওটি ব্যবহার করে ২০২৪ সালের ০৯ নভেম্বর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগের মিছিল বলে প্রচার করা হয়েছিল। উক্ত দাবি নিয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক দেখুন এখানে।
সুতরাং, ধানমন্ডি ৩২ এর বাড়ি ভাংচুরের প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে ২০২০ সালের ভিন্ন ঘটনায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিওকে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Zakaria Ibn Yusuf – Facebook Post
- Daily Jugantor – Facebook Post