ছাত্রলীগের ২০২০ সালের মিছিলের ভিডিওকে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের দৃশ্য দাবিতে প্রচার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গত ১২ মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।

সম্প্রতি এরই মধ্যে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মিছিল দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাম্প্রতিক কোনো মিছিলের নয়। বরং, ২০২০ সালে কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঢাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের একটি ভিডিওকে ভুয়া লাইভ স্ট্রিমের মাধ্যমে সাম্প্রতিক মিছিলের দাবিতে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে সাংবাদিক জাকারিয়া ইবনে ইউসুফের ফেসবুক পেজে ২০২০ সালের ০৫ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল খুঁজে পাওয়া গেছে। 

Comparison: Rumor Scanner

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, সেসময় (২০২০ সালে) কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদস্বরূপ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের তৎকালীন সভাপতি ইব্রাহিম হোসেনের সেই সময়ের একটি ফেসবুক পোস্ট থেকেও একই তথ্য জানা যায়।

উল্লেখ্য, ২০২০ সালের উক্ত ভিডিওটি ব্যবহার করে বিভিন্ন সময়ে প্রচারিত গুজবের প্রেক্ষিতে রিউমর স্ক্যানারে প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে। 

সুতরাং, সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মিছিল দাবিতে ২০২০ সালের ভিন্ন ঘটনায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের পুরোনো ভিডিও ভুয়া লাইভ স্ট্রিমের মাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • Zakaria Ibn Yusuf: Facebook Post
  • Ibrahim Hossain: Facebook Post

আরও পড়ুন

spot_img