বিএনপি’র নেতৃত্ব নিয়ে বিভক্তি দাবিতে মানবজমিনের নামে ভুয়া সূত্রে তথ্য প্রচার

সম্প্রতি, ২৮ অক্টোবর মহাসমাবেশ নিয়ে বিভক্তি! ফখরুল পন্থী বনাম তারেক পন্থী দ্বন্দ্ব চরমে শীর্ষক একটি তথ্য জাতীয় দৈনিক মানবজমিনের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

যা দাবি করা হচ্ছে

২৮ অক্টোবর মহাসমাবেশ নিয়ে বিভক্তি। বিএনপির নেতৃত্ব নিয়ে আবার নতুন করে দ্বন্দ্ব শুরু হয়েছে। এই দ্বন্দ্বে কার্যত অচল হয়ে গেছে বিএনপি সংস্থার কার্যক্রম। ভিন্ন কমিটিগুলো পুনর্গঠন করার কথা ছিলো সেই কার্যক্রমও থেমে গেছে। দলের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে লন্ডনে পলাতক বিএনপি`র সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে। আর এই দ্বন্দ্বের কারণেই বিএনপির ২৮শে অক্টোবর মহাসমাবেশে দুই দলে বিভক্তি হবার গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্র: মানবজমিন 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন, এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ২৮ অক্টোবর অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে দ্বন্দ্ব দাবি করে মানবজমিন কোনো সংবাদ প্রকাশ করেনি বরং কোনোপ্রকার প্রমাণ ছাড়াই উক্ত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত তথ্যের সূত্র ধরে দৈনিক মানবজমিনে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়েছে কিনা তা জানার চেষ্টা করে রিউমর স্ক্যানার।

তবে অনুসন্ধানে দৈনিক মানবজমিনের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউবে উক্ত দাবিতে কোনো সংবাদ প্রতিবেদন, ফটোকার্ড বা পোস্ট খুঁজে পাওয়া যায়নি। এছাড়া অন্যকোনো গণমাধ্যমেও উক্ত দাবিতে প্রচারিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবির বিষয়ে দৈনিক মানবজমিনের চিফ নিউজ এডিটর সাজেদুল হকের যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, ‘আমরা এ ধরনের কোন রিপোর্ট করিনি। এটি গুজব।’

এছাড়া দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ রিউমর স্ক্যানারকে বলেন, ‘এটি ভুয়া। আমাদের সব নিউজ আমাদের ওয়েবসাইটে থাকে। এ ধরনের কোন নিউজ আমাদের ওয়েবসাইটে নেই। পাশাপাশি এই লেখা কোন রিপোর্টের ভাষা হতে পারে না।’

মূলত, গত ২৮ অক্টোবর বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর নয়া পল্টনে এক দফা দাবি বাস্তবায়নে মহাসমাবেশের আয়োজন করে। তবে সমাবেশ শুরু পূর্বে সমাবেশকে নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে শীর্ষক একটি তথ্য দেশের জাতীয় দৈনিক মানবজমিনের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে অনুসন্ধানে সমসাময়িক সময়ে মানবজমিনের প্রিন্ট সংস্করণ ওয়েবসাইট ও ফেসবুক পেজে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি এবংvউক্ত দাবিতে গণমাধ্যমটিতে কোনো সংবাদ প্রকাশিত হয়নি গণমাধ্যমটির পক্ষ থেকে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়েছে।  

প্রসঙ্গত, পূর্বেও গত ২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে ইন্টারনেটে ভুল তথ্য ছড়িয়ে পড়লে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
এমন কিছু প্রতিবেদন দেখুন:

সুতরাং, জাতীয় দৈনিক মানবজমিনের বরাত দিয়ে ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে  বিএনপি’র শীর্ষ পর্যায়ে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব দাবিতে  ফেসবুকে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Manabzamin – Website
  • Manabzamin – Facebook Page
  • Manabzamin – Youtube
  • Statement from Sajedul Haque
  • Statement from Abdullah Al Maruf

আরও পড়ুন

spot_img