সম্প্রতি, ‘ঢাকার রাজপথ এখন মুক্তিকামী জনতার দখলে’ শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত এই ছবিটি ঢাকায় বিএনপি’র ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট গণজমায়েতের নয় বরং এটি গত ০৫ অক্টোবর চট্টগ্রাম অনুষ্ঠিত বিএনপি’র রোডমার্চের ছবি।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বিএনপি’র ভেরিফাইড ফেসবুক পেজে গত ০৫ অক্টোবর ‘চট্টগ্রামে সমাপনী পথসভায় জনতার ঢল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্টে কিছু ছবি খুঁজে পাওয়া যায়।
উল্লেখিত পোস্টটির বিস্তারিত বিবরণীতে বলা হয়, “৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম রোড মার্চ এর কাজীর দেউড়ী মোড়ে সমাপনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”
এই ছবিগুলোর মধ্যকার একটি ছবির সাথে বিএনপি’র ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার জনতার ঢল দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত এই ছবিটি ঢাকায় বিএনপি’র ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট গণজমায়েতের নয়।
মূলত, গত ০৫ অক্টোবর সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে চট্টগ্রামে বিএনপি’র রোড মার্চ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সেই রোড মার্চের একটি ছবিকে বিএনপি’র ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার রাজপথে জনতার ঢলের দৃশ্য ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
প্রসঙ্গত, গতকাল ২৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশ করে বিএনপি।
উল্লেখ্য, বিএনপি’র ২৮ অক্টোবরে সমাবেশের ঘটনায় বিভিন্ন ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইতোমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, গত ০৫ অক্টোবর চট্টগ্রাম অনুষ্ঠিত বিএনপি’র রোডমার্চ কর্মসূচির ছবিকে ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার রাজপথে জনতার ঢলের দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- BNP Verified Facebook Page: Post
- Rumor Scanner’s Own Analysis