সম্প্রতি, “ইউক্রেনের মুসলমানদের অবস্থা অনেক ভয়াবহ” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে, আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে। টিকটকে প্রচারিত ভিডিওটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি ইউক্রেনের সেনা কর্তৃক মুসলিম ছেলেকে রক্ষা করার নয় বরং এটি স্টক ভিডিও ফুটেজের জন্য অভিনয় করা একটি সামরিক অপারেশন প্রশিক্ষণের ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, স্টক ফটো-ভিডিও ভিত্তিক ওয়েবসাইট ‘iStock’ – এ ২০২০ সালের ১৬ ডিসেম্বরে “The concept of military training operations. stock video” শিরোনামে ‘Anusak Rojpeetipongsakorn’ অ্যাকাউন্ট হতে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
এছাড়া, Anusak Rojpeetipongsakorn এর iStock প্রোফাইলে আলোচিত ভিডিওটির বিভিন্ন দৃশ্যের একাধিক ছবি/ফুটেজ পাওয়া যায়।
মূলত, সামরিক অপারেশন ট্রেইনিং এর ধারণার জন্য থাইল্যান্ডের স্টক ভিডিও নির্মাতা Anusak Rojpeetipongsakorn কর্তৃক তৈরিকৃত একটি ভিডিওকে সম্প্রতি ইউক্রেন-রাশিয়ার চলমান সংঘাতে মুসলমানদের ভয়াবহ অবস্থার চিত্র দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানে, ফেসবুকে প্রচারিত ভিডিওটির ডান কোণে বঙ্গবীর টিভির লগোর সূত্র ধরে Bongobir Tv এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
মূলত বঙ্গবির টিভির উক্ত ভিডিওটি চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে তথ্য প্রতিবেদনমূলক একটি ভিডিও কন্টেন্ট যেখানে সামরিক অপারেশন ট্রেইনিং এর ধারণার জন্য নির্মিত ঐ স্টক ভিডিওটি ব্যবহার করা হয়েছে। এই ভিডিওটি-ই পরবর্তীতে ফেসবুক এবং টিকটকে মনগড়া শিরোনামে প্রচার করা হয়।
Also Read: পুরোনো কিছু ভিডিও সংযুক্ত করে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে প্রচার
সুতরাং, একটি তথ্য প্রতিবেদনে ব্যবহৃত স্টক ভিডিওর ফুটেজকে ইউক্রেনের মুসলমানদের ভয়াবহ অবস্থার চিত্র দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ইউক্রেনের মুসলমানদের অবস্থা অনেক ভয়াবহ
- Claimed By: Facebook & TikTok
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- iStock: https://www.istockphoto.com/en/video/the-concept-of-military-training-operations-gm1289373511-385044017
- iStock: https://www.istockphoto.com/search/stack/801289446?assettype=film
- Bongobir TV: https://www.youtube.com/watch?v=Z9aWX97xcik // https://www.facebook.com/Bongobirtv/videos/332521265335480