পুরোনো কিছু ভিডিও সংযুক্ত করে ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি, ‘রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধের ভিডিও রাশিয়ার হামলা‘ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনার নয় বরং এটি পূর্বে রাশিয়ার সামরিক সক্ষমতা বিষয়ে ধারণকৃত বেশ কয়েকটি ভিডিও এর খণ্ডিত দৃশ্যকে একত্রিত করে তৈরি করা একটি ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, @kpru নামের একটি ভেরিফাইড টুইটার একাউন্ট হতে ২০২০ সালের ০৯ ডিসেম্বরে “С космодрома Плесецк запустили межконтинентальную баллистическую ракету (Translation: Intercontinental ballistic missile launched from Plesetsk cosmodrome)” শীর্ষক শিরোনাম প্রকাশিত ভিডিওর সাথে ইউক্রেনে রাশিয়ার হামলা দাবিতে প্রচারিত ভিডিও এর প্রথম অংশের হবহু মিল খুঁজে পাওয়া যায়।

আবার, ‘Matsimus’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ৭ অক্টোবরে ‘Tupolev TU-95 Bear | RUSSIAN LONG RENGE BOMBER’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর ৮ মিনিট ৫৩ সেকেন্ড সময়কালের দৃশ্যের সাথের সম্প্রতি প্রচারিত ভিডিওটির ২৭ সেকেন্ড হতে প্রচারিত দৃশ্যের হুবহু মিল রয়েছে।

এছাড়া, Odo Puiu Events নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৩ মে “Russian Nuclear Submarine “Yuri Dolgoruky” (K-535) Sub- Sea Launch Four “Bulava” Missile.” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওর ২ মিনিট ৪১ সেকেন্ড সময়কালের দৃশ্যের সঙ্গে সম্প্রতি আলোচিত ভিডিওটির ১ মিনিট ১০ সেকেন্ড হতে প্রচারিত দৃশ্যের মিল রয়েছে।

তাছাড়াও, ‘Russia insight’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ২৫ জুলাইয়ে “NEW EXCLUSIVE Footage Of Russia’s Newest Hypersonic Missile ‘Kinzhal’ Tested Form form MiG-31” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর ৪২ সেকেন্ড সময়কালের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর ২ মিনিট ২৪ সেকেন্ড হতে প্রচারিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

ইউক্রেনে

মূলত, আলোচিত ভিডিওর প্রথম অংশের দৃশ্যটি ২০২০ সালের ০৯ ডিসেম্বরে রাশিয়ার প্লেসেটস্ক কসমোড্রোম থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় ধারণ করা। ভিডিওর ২৮ সেকেন্ড হতে পরবর্তী দৃশ্যটি প্রপেলার চালিত রাশিয়ার কৌশলগত বোমারু বিমান TU-95 ‘বিয়ার’ এর, যা ২০২০ সালের আগস্ট মাসে The National Interest নামের একটি সাইটে প্রকাশিত প্রতিবেদন হতে জানা যায়।

Screenshot from The National Interest website

ভিডিওর ৫৪ সেকেন্ড থেকে পরবর্তী দৃশ্যটি রাশিয়ার সাবমেরিন “ইউরি ডলগোরুকি” থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের একটি ভিডিও, যা নিয়ে রাশিয়ার একটি সংবাদমাধ্যমের সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে।

Screenshot from nation-news.ru website

ভিডিওর ২ মিনিট ২৬ সেকেন্ড হতে প্রচারিত দৃশ্যটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও যা ২০১৯ সালের নভেম্বরে ‘stirileprotv’ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন হতে জানা যায়।

Screenshot from stirileprotv website

অর্থাৎ, ইউক্রেনে রাশিয়ার হামলা দাবিতে প্রচারিত ভিডিওটি পূর্বের বেশকিছু ভিডিও হতে খণ্ডিত দৃশ্য নিয়ে একত্রিত করে তৈরি করা একটি ভিডিও। এই বিষয়ে রিউমর স্ক্যানার টিম ভিডিওটির ৪ টি দৃশ্য পুরোনো বলে শনাক্ত করতে পেরেছে। সাম্প্রতিক সময়ে ঐ ভিডিওটিকেই ইউক্রেনে রাশিয়ার হামলার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

তবে, উক্ত ভিডিওর বাকি অংশগুলো পুরাতন কিংবা সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন সংঘাতকালে ধারণকৃত কিনা তা যাচাই করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার বেশ কিছু ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকম বেশ কয়েকটি ভিডিও এবং ছবি ভুয়া শনাক্ত করে ইতিমধ্যে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

অর্থাৎ, পূর্বে বিভিন্ন সময়ে রাশিয়ার সামরিক সক্ষমতা সংক্রান্ত বিষয় নিয়ে ধারণকৃত বেশ কয়েকটি দৃশ্যকে একত্রিত করে তৈরিকৃত একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার হামলা দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধের ভিডিও রাশিয়ার হামলা
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Tweet: https://twitter.com/kpru/status/1336693381058191361?s=20&t=fhM0164i61sbfD_mGWME7A
  2. Tupolev TU-95 Bear | RUSSIAN LONG RANGE BOMBER
  3. Russian Nuclear Submarine “Yuri Dolgoruky” (K-535) Sub-Sea Launch Four “Bulava” Missile.
  4. NEW EXCLUSIVE Footage Of Russia’s Newest Hypersonic Missile ‘Kinzhal’ Tested From from MiG-31
  5. The National Interest: https://nationalinterest.org/blog/reboot/russias-tu-95-%E2%80%9Cbear%E2%80%9D-only-propeller-powered-strategic-bomber-still-flying-167238
  6. nation-news.ru: https://nation-news.ru/437672-v-seti-poyavilos-video-s-zapuskom-ballisticheskikh-raket-s-podlodki-yurii-dolgorukii
  7. stirileprotv: https://stirileprotv.ro/stiri/international/rusia-a-testat-o-racheta-imbatabila-poate-lovi-romania-in-cateva-minute.html

আরও পড়ুন

spot_img