সম্প্রতি, ওডিআই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এই জয় ফিলিস্তিনকে উৎসর্গ করার কথা জানিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড নিজের এক্স অ্যাকাউন্টে একটি টুইট করেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ট্রাভিস হেড ফিলিস্তিনকে বিশ্বকাপ উৎসর্গ করে টুইট করেননি বরং ট্রাভিস হেডের নামে চালু থাকা একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে এ সংক্রান্ত ছড়িয়ে পড়া পোস্টগুলোতে একটি টুইটের স্ক্রিনশট যুক্ত অবস্থায় দেখেছে রিউমর স্ক্যানার টিম। “@TravisHead_07” ইউজারনেম-এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টটিতে আলোচিত টুইটটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে আলোচিত এক্স অ্যাকাউন্টটি (আর্কাইভ) পর্যালোচনা করে দেখা যায়, এটির About সেকশনেই লেখা রয়েছে, এটি একটি প্যারোডি অ্যাকাউন্ট।
পরবর্তীতে, অনুসন্ধানে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেডের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। এই অ্যাকাউন্ট থেকে ২০১৮ সালের পর আর কোনো টুইটই করা হয়নি।
হেডের একটি অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। সেখানেও ফিলিস্তিনকে বিশ্বকাপ উৎসর্গ করা বিষয়ক কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, হেড কর্তৃক ফিলিস্তিনকে বিশ্বকাপ উৎসর্গের বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও কোনো তথ্য পাওয়া যায়নি।
মূলত, গত ১৯ নভেম্বর ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। উক্ত জয়ের পর ফিলিস্তিনকে বিশ্বকাপ উৎসর্গ করে ট্রাভিস হেড টুইট করেছেন দাবিতে একটি স্ক্রিনশট ইন্টারনেটে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ফিলিস্তিনকে বিশ্বকাপ উৎসর্গ করে টুইট করা ট্রাভিস হেডের নামের এক্স অ্যাকাউন্টটি তার নয়। এটি তার নামে তৈরি করা একটি প্যারোডি অ্যাকাউন্ট। তাছাড়া, হেডের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ২০১৮ সালে সর্বশেষ টুইট করা হয়।
প্রসঙ্গত, গত ০৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে হামলা শুরু করে। এই হামলার প্রেক্ষিতে ইসরায়েলও হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায়। এতে দেশ দুইটির মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাত নতুন মাত্রা পায়৷
উল্লেখ্য, পূর্বেও প্যারোডি অ্যাকাউন্ট থেকে করা পোস্ট সত্য দাবিতে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
সুতরাং, ফিলিস্তিনকে বিশ্বকাপ উৎসর্গ করেছে- শীর্ষক একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেডের টুইট দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Travis Head: Parody X Account
- Travis Head: Parody X Account Post
- Travis Head: Real X Account
- Travis Head: Instagram Account
- Rumor Scanner’s own Analysis