গতকাল (১৫ নভেম্বর) চলমান ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচ চলাকালীন ভারতের ক্রিকেটার শুভমান গিলের বাবা-মায়ের ছবি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত কিছু পোস্ট দেখুন অলরাউন্ডার (ফেসবুক), বিডি২৪রিপোর্ট (ফেসবুক)।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের বাবা-মায়ের ছবি পোস্টকারি এক্স অ্যাকাউন্টটি সারা টেন্ডুলকারের নয় বরং সারার নামে চালু থাকা একটি ভেরিফাইড প্যারোডি এক্স অ্যাকাউন্টের পোস্টকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে এ সংক্রান্ত দাবিটি যে টুইটের বরাতে ছড়িয়েছে, সেই “@SaraTendulkar__” ইউজারনেম-এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টটিতে আলোচিত পোস্টটি খুঁজে পাওয়া যায়।

গত ১৫ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩.৫০ মিনিটে পোস্টটি করা হয়। এই প্রতিবেদন প্রকাশের সময় পোস্টটি দেখেছেন প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ।
পরবর্তীতে আলোচিত এক্স অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, এটির About সেকশনেই লেখা রয়েছে, এটি একটি প্যারোডি অ্যাকাউন্ট।

এই একই অ্যাকাউন্টের একটি পোস্টের বিষয়ে গেল সপ্তাহেও রিউমর স্ক্যানার একটি ফ্যাক্টচেক প্রকাশ করেছিল। সেসময় দাবি করা হয়েছিল, শুভমান গিলের বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটসম্যান হওয়া নিয়ে সারা টেন্ডুলকার পোস্ট করেছেন। কিন্তু আমরা অনুসন্ধান করে জানিয়েছিলাম, এটি সারার আসল অ্যাকাউন্ট নয়। তাছাড়া, সারার অফিশিয়াল কোনো এক্স অ্যাকাউন্ট থাকার প্রমাণও মেলেনি। তবে তার একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্টের সূত্রে সারার একটি ওয়েবসাইটের খোঁজ জানা যাচ্ছে, যাতে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটির তথ্যই উল্লেখ রয়েছে। কোনো এক্স অ্যাকাউন্টের বিষয়ে উল্লেখ নেই।
মূলত, গতকাল (১৫ নভেম্বর) চলমান ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। বিকেলে ম্যাচ চলাকালীন সময়ে ভারতের ক্রিকেটার শুভমান গিলের বাবা-মায়ের ছবি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, শুভমান গিলের বাবা-মায়ের ছবি পোস্টকারি এক্স অ্যাকাউন্টটি সারা টেন্ডুলকারের নয়। এটি তার নামে তৈরি করা একটি প্যারোডি অ্যাকাউন্ট। সারার নামে অফিশিয়াল কোনো এক্স অ্যাকাউন্ট চালু নেই।
সুতরাং, একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের পোস্টকে ভারতের ক্রিকেটার শুভমান গিলের বাবা-মায়ের ছবি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sara Tendulkar: Parody X Account
- Sara Tendulkar: Parody X Account Tweet
- Rumor Scanner’s own investigation