শুভমান গিলের বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটসম্যান হওয়া নিয়ে টুইট করেননি সারা টেন্ডুলকার

সম্প্রতি, ভারতের ক্রিকেটার শুভমান গিলের বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটসম্যান হওয়া নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার টুইট করেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।     

ওডিআই

উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পোস্ট দেখুন ডেইলি ক্রিকেট (আর্কাইভ)।

এছাড়াও ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শুভমান গিলের বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটসম্যান হওয়া নিয়ে সারা টেন্ডুলকার কোনো টুইট করেননি বরং সারা টেন্ডুলকারের নামে চালু থাকা একটি ভেরিফাইড প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ সংক্রান্ত দাবিগুলো যে টুইটের বরাতে ছড়িয়েছে, সেটির বিষয়ে অনুসন্ধান করেছে রিউমর স্ক্যানার টিম। প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, @SaraTendulkar__  ইউজারনেম-এর এক্স (টুইটার) অ্যাকাউন্টটিতে আলোচিত টুইটটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: X (Twitter)

পরবর্তীতে আলোচিত এক্স অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায় এটির About সেকশনে লেখা রয়েছে এটি একটি প্যারোডি অ্যাকাউন্ট। 

Screenshot: X (Twitter)

তাই উক্ত অ্যাকাউন্টটির ব্লু টিক ভেরিফিকেশনের বিষয়ে দেখা যায়, ২০১৯ সালে টুইটারে জয়েন করা উক্ত টুইটার অ্যাকাউন্টটি মাসিক $৮ ডলার সাবস্ক্রিপশনের মাধ্যমে এই নভেম্বর মাসেই ব্লু ভেরিফাইড হয়েছে।

Screenshot: X (Twitter)

এছাড়াও কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতের ইংরেজি দৈনিক The Hindu এর ওয়েবসাইটে গত ২১ এপ্রিল Twitter’s free blue tick gone for good; terms of service updated শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: The Hindu

প্রতিবেদনটি থেকে জানা যায়, টুইটারের নতুন মালিক ইলন মাস্ক অবশেষে সেলিব্রিটি, রাজনীতিবিদ ও সাংবাদিকদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেওয়া বিনামূল্যের ব্লু টিক ভেরিফিকেশন চিহ্নটি সরিয়ে দিয়েছেন। এখন থেকে শুধুমাত্র তাদের অ্যাকাউন্টেই ব্লু টিক ভেরিফিকেশন চিহ্নটি দেখা যাবে যারা টুইটার ব্লু সাবস্ক্রিপশনটি টাকার বিনিময়ে নিবেন।

Screenshot: The Hindu

পরবর্তীতে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে শচীন টেন্ডুলকার-এর ভেরিফাইড এক্স (টুইটার) অ্যাকাউন্টে ২০১৯ সালের ২৭ নভেম্ববর করা একটি টুইট পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: X (Twitter)

উক্ত পোস্টটি থেকে জানা যায়, শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার এবং সারা টেন্ডুলকার টুইটার ব্যবহার করেন না। 

তথ্যটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক নানা কি-ওয়ার্ড সার্চের মাধ্যমেও তাদের অরিজিনাল এক্স (টুইটার) অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তী সারা এবং শুভমান গিল-এর সম্পর্কের বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিষয়টিকে ভারতীয় গণমাধ্যমগুলোতেও গুঞ্জন হিসেবেই উপস্থাপন করা হয়েছে। 

অর্থাৎ, শুভমান গিলের বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটসম্যান হওয়া নিয়ে সারা টেন্ডুলকার এর নামে পরিচালিত একটি ভুয়া পেইড ব্লু টিক ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে টু্ইট করা হয়েছে। 

মূলত, চলমান ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলেছিলেন শুভমান গিল। পরে গত ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ রান করেন ডানহাতি এই ব্যাটার। যার পর গত ৭ নভেম্বর আইসিসির ওয়েবসাইটে পুরুষদের ওডিআই ব্যাটিং র‌্যাংকিংয়ের তথ্য হালনাগাত করা হয়। যাতে দেখা যায় পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে ৬ পয়েন্টে পেছনে ফেলে ৮৩০ পয়েন্ট নিয়ে র‌্যাংকিয়ে প্রথম স্থান দখল করেছেন শুভমান গিল। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি, শুভমান গিলের বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটসম্যান হওয়া নিয়ে সারা টেন্ডুলকার টুইট করেছেন দাবিতে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, শুভমান গিলকে নিয়ে টুইট করা সারা টেন্ডুলকার নামের ব্লু টিক ভেরিফাইড এক্স আইডিটি আসল নয়। এটি তার নামে তৈরি করা একটি প্যারোডি অ্যাকাউন্ট এবং উক্ত অ্যাকাউন্টটি মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্লু টিক ভেরিফাইড। 

সুতরাং, একটি প্যারোডি এক্স অ্যাকাউন্টের টুইটকে শুভমান গিলের বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটসম্যান হওয়া নিয়ে সারা টেন্ডুলকারের টুইট দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img