সম্প্রতি ‘বিল পরিশোধ করতে না পারায় পায়রার পর এবার ভারতের আদানি থেকে বিদ্যুৎ আসা বন্ধ হয়ে গেল’ শীর্ষক দাবিতে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিল পরিশোধ করতে না পারায় ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আসা বন্ধ হয়নি বরং চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বুধবার (০৭ জুন) ঝড়ো বাতাসে আদানি পাওয়ারের বিদ্যুৎ সঞ্চালন লাইন ‘ট্রিপ’ করায় বিদ্যুৎকেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও পরবর্তীতে গত রাতেই পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম The Daily Star এর ওয়েবসাইটে গত ০৭ জুন ‘চাঁপাইনবাবগঞ্জে আদানি পাওয়ারের সঞ্চালন লাইনে ‘ট্রিপ’, বিদ্যুৎ সরবরাহ বন্ধ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল (০৭ জুন) দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আদানি পাওয়ারের ট্রান্সমিশন লাইনে সমস্যা দেখা দেওয়ায় বিদ্যুৎকেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
এ বিষয়ে নিশ্চিত হতে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে গতকাল (০৭ জুন) রাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জন-সংযোগ পরিদপ্তরের পরিচালক মো. শামীম হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “এটা সম্পূর্ণই মিথ্যা কথা। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বেলা আড়াইটার দিকে ঘটে যাওয়া টর্ণেডোর কারণে আদানি থেকে যে সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করা হয়, তা ক্ষতিগ্রস্থ হয়। ফলে তাৎক্ষণিকভাবে আদানির বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং একইসাৎে বিদ্যুৎ কেন্দ্রটিও বন্ধ হয়ে যায়। ঘন্টা দু’য়েকের মধ্যে বাংলাদেশ অংশের সঞ্চালন লাইন মেরামত করা হয় এবং তা আদানিকে জানিয়ে দেয়া হয়।”
শামীম হাসান জানান, “আজ (গতকাল) রাত ১১ টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে বলে আদানি কর্তৃপক্ষ জানিয়েছে।
“রাত ১১ টার পর এ বিষয়ে সর্বশেষ আপডেট জানতে চেয়ে জনাব শামীমের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়টি পিজিসিবি জানাতে পারবে কারণ তারাই এই বিষয়গুলো দেখে।”
পরবর্তীতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর মুখপাত্র এ. বি. এম বদরুদ্দোজা খানের সাথে যোগাযোগ করা হলে আজ দুপুরে তিনি রিউমর স্ক্যানারকে জানান, “গত রাত ৩.৪৩ মিনিট থেকেই পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।”
জনাব বদরুদ্দোজা খানের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ সকাল ৯টায় আদানির কেন্দ্র থেকে দেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট।’
মূলত, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বুধবার দুপুরে ঝড়ো বাতাসের কারণে আদানি পাওয়ারের বিদ্যুৎ সঞ্চালন লাইন ‘ট্রিপ’ করায় বিদ্যুৎকেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে সঞ্চালন লাইন দুই ঘন্টা পরই ঠিক করা হয় এবং পুনরায় গত রাতেই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। কিন্তু উক্ত ঘটনাকেই ‘বিল পরিশোধ করতে না পারায় আদানি থেকে বিদ্যুৎ আসা বন্ধ হয়েছে’ দাবিতে প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, বিদ্যুৎ সরবরাহ লাইনের সক্ষমতার তুলনায় বেশি বা কম বিদ্যুৎ সঞ্চালন বা কোনো কারণে সঞ্চালন বাধাগ্রস্ত হলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যাকে লাইন ‘ট্রিপ’ করেছে বলা হয়।
উল্লেখ্য, পূর্বেও বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে মিথ্যা তথ্য প্রচারিত হলে সে সময় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, বিল পরিশোধ করতে না পারায় ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আসা বন্ধের দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- The Daily Star: চাঁপাইনবাবগঞ্জে আদানি পাওয়ারের সঞ্চালন লাইনে ‘ট্রিপ’, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- Statement from Shameem Hasan (Director, PDB Public Relation Directorate)
- Prothom Alo: আদানির কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আবার শুরু
- Statement from A B M Badrudozza Khan, PGCB
- Rumor Scanner Own Analysis