ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এই পরিস্থিতিতে, ‘Tamanna Aktar Yesmin’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক পোস্টের মাধ্যমে দাবি করা হচ্ছে, অ্যাকাউন্টর মালিক আওয়ামী লীগের সমর্থনে আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পোস্টগুলোর দাবি অনুযায়ী, তামান্না আক্তার ইয়াসমিন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তৃতা দিচ্ছেন। এই দাবির সাথে সাথে অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে।
তামান্না আক্তার ইয়াসমিন নামের উক্ত ফেসবুক অ্যাকাউন্ট দেখুন এখানে।
আলোচিত দাবিগুলোতে অ্যাকাউন্টটি থেকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তামান্না আক্তার ইয়াসমিন’ নামের এক নারীর আওয়ামী লীগের হয়ে আন্তর্জাতিক মহলে প্রভাবশালী ভূমিকা পালন করার দাবিটি ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশেমীর ছবি ব্যবহার করে পরিচালিত একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এই দাবিটি করা হচ্ছে। অ্যাকাউন্টটি থেকে রিম আল হাশেমীর বিভিন্ন কার্যক্রমের ছবি ও ভিডিওকে নিজের কর্মকাণ্ড দাবি করে গুজব ছড়ানো হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে তামান্না আক্তার ইয়াসমিন নামের আলোচিত ফেসবুক অ্যাকাউন্টি পর্যবেক্ষণ করা হয়। উক্ত অ্যাকাউন্টের প্রোফাইলে দাবি করা হয়েছে, তিনি(তামান্না) বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা এবং একাধিক আন্তর্জাতিক ও জাতীয় সংগঠনের সঙ্গে যুক্ত। এছাড়া, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে সক্রিয় ভূমিকা পালন করছেন বলেও দাবি করা হয়।
তবে অ্যাকাউন্টটির প্রোফাইল পিকচার এবং কভার ফটোতে ব্যবহৃত নারীর ছবি আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশেমীর। ২০২১ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী মুন সং-উক এবং দুবাই এক্সপো ২০২০ আয়োজক কমিটির চেয়ারম্যান রিম আল হাশিমির মধ্যে বৈঠকের সময় তোলা একটি ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা হয়েছে।
কভার ফটোতে ব্যবহৃত ছবিটি ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম ইব্রাহিম আল হাশিমি এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার বৈঠকের। ওই বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছিল।
গত ৫ সেপ্টেম্বর, এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক নারীর করমর্দনের কয়েকটি ছবি ও একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে। তবে এই ভিডিওটির অস্তিত্ব ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে পাওয়া যায়। ওই ছবিতে দেখা নারীও আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশেমি।
গত ১০ সেপ্টেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ ইস্যু নিয়ে বৈঠকের দাবি করে একটি ছবি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়। তবে, ছবিটি আসলে ২০১৯ সালের। ওই সময় ইউনিসেফ প্রধান ক্যাথেরিন রাসেল এবং সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতার প্রতিমন্ত্রী রীম আল হাশিমির মধ্যে ইয়েমেনের শিশুদের দুর্ভোগ লাঘবে যৌথ প্রচেষ্টা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, এবং ছবিটি সেই বৈঠকের।গত ১৩ সেপ্টেম্বর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেখ হাসিনার পদত্যাগপত্রের সত্যতা নিয়ে ২ মিনিটের একটি বৈঠকের দাবিতে আরেকটি ভিডিও প্রচার করা হয়। তবে, ভিডিওটি ২০১৮ সালে তৎকালীন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের আবু ধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনের সময় ধারণ করা হয়েছিল।
এসব ছাড়াও আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশেমির বিভিন্ন ছবি ও ভিডিও ব্যবহার করে ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিশ্ব নেতাদের সঙ্গে তামান্না আক্তার ইয়াসমিনের জাতিসংঘে বিভিন্ন বৈঠকের ভুয়া দাবি করা হচ্ছে।
এছাড়া আওয়ামী লীগের হয়ে এই নামের কোনো নারীর আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী ভূমিকা রাখার দাবির সত্যতা মেলেনি। বিশ্বস্ত কোনো সূত্রে এই নামের আওয়ামী লীগের কোনো নেত্রীর আন্তর্জাতিক মহলে সক্রিয় থাকার তথ্য পাওয়া যায়নি।
একই অ্যাকাউন্ট থেকে আরব আমিরাতের প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে তামান্না ইয়াসমিনের সৌজন্য সাক্ষাতের দাবিও করা হয়েছিল। বিষয়টি মিথ্যা শনাক্ত করে সেসময় ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
সুতরাং, আরব আমিরাতের প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে খোলা ‘তামান্না আক্তার ইয়াসমিন’ নামের একটি ভুয়া অ্যাকাউন্টর মাধ্যমে আওয়ামী লীগের হয়ে আন্তর্জাতিক মহলে প্রভাবশালী ভূমিকা পালন করার দাবি করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own investigation.
- Baragi – 두바이 엑스포 조직위원장 면담
- Daily Observer – UAE to continue support over Rohingya issue, its minister tells PM
- Rashtra Rakshak Foundation – Best Song on Narendra Modi
- Catherine Russell – X Post
- Associated Press – Raw: Biden Visits Grand Mosque In UAE