শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

পুলিশ কর্মকর্তা বহিষ্কার দাবিতে বিভ্রান্তিকর ভিডিও প্রচার

সম্প্রতি, “বড় পুলিশ প্রধান বহিষ্কার” শীর্ষক দাবিতে একটি ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ভিডিও প্লাটফর্ম ইউটিউবে প্রকাশিত ‘ভিডিওটি’ দেখুন ‘Faridpur TV’ (আর্কাইভ)।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,পুলিশের প্রধান কর্মকর্তা বহিষ্কার হওয়ার ঘটনাটি বাংলাদেশে ঘটেনি বরং গ্রিসে পুলিশের প্রধান কর্মকর্তার বহিষ্কার হওয়ার ঘটনা ঘটেছে এবং কোন দেশের পুলিশ তা নির্দিষ্ট করে উল্লেখ না করে এবং ভিডিও’র থাম্বনেইলে বাংলাদেশের পুলিশের ছবি ব্যবহার করার কারণে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

অনুসন্ধানে শুরুতে “বড় পুলিশ প্রধান বহিষ্কার” শীর্ষক থাম্বনেইলে বাংলাদেশের পুলিশ সদস্যের ছবি সহ গত ১৯ মার্চ, ২০২৩, ‘Faridpur TV’ তে প্রচারিত ভিডিওটি নজরে আসলে তা পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু ভিডিওর ভেতরে কোথাও বাংলাদেশের প্রধান পুলিশ অফিসার কিংবা অন্য কোনো পুলিশ সদস্য বহিষ্কার হওয়ার তথ্য পাওয়া যায়নি।

তবে একপর্যায়ে দেখা যায় ভিডিওটির ৮ঃ০৬ মিনিটে গ্রীসের পুলিশ প্রধান বহিষ্কার হওয়ার তথ্য উপস্থাপন করা হয়।

Screenshot from Youtube

অনুসন্ধানে গত ১৮ মার্চ কালের কণ্ঠে “গ্রিসের পুলিশ প্রধান বরখাস্ত” শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে গ্রিসের পুলিশ প্রধান বরখাস্ত হওয়ার ঘটনার সত্যতা পাওয়া যায়।

Screenshot from Kaler Kantho

ভিডিওটির স্থিরচিত্র থেকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ২২ মার্চ ২০২০ এ ‘Andrew Plant’ এর একটি ছবি সহ টুইট পোস্ট পাওয়া যায়। পোস্টে সংযুক্ত ব্যক্তির সাথে আলোচিত নিউজ বুলেটিনের প্রেজেন্টারের সাথে হুবহু মিলে যায়। ‘Faridpur TV’ তাদের ভিডিওতে যে নিউজ প্রেজেন্টারের দৃশ্য দেখিয়েছিলো সেটি বিবিসি নিউজ থেকে কপি করা।

Collage by Rumor Scanner

এছাড়া কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে গত ১৯ মার্চ বাংলাদেশে কোনো পুলিশ কর্মকর্তা বহিষ্কার হওয়ার তথ্য খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম।

অর্থাৎ, প্রচারিত ভিডিও’র বিস্তারিত প্রতিবেদন এবং এবিষয়ে গণমাধ্যমমের প্রতিবেদন পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, গ্রিসে পুলিশ কর্মকর্তা বহিষ্কার হওয়ার ঘটনাতে গ্রিসের নাম উল্লেখ না করে বড় পুলিশ কর্মকর্তা বহিষ্কার হয়েছে দাবি করে থাম্বনেইলে বাংলাদেশ পুলিশের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

মূলত, ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে জনগণ বিক্ষোভ করলে গত ১৮ মার্চ গ্রিসের পুলিশ প্রধান বরখাস্ত হয়। সেই তথ্যটি উপস্থাপন করতে গিয়ে ‘Faridpur TV’ তাদের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওর থাম্বনেইলে বাংলাদেশের পুলিশের ছবি ব্যবহার করার কারণে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

প্রসঙ্গত, অসামাজিক কার্যকলাপ ও ঘুষ গ্রহণের দায়ে গত ২৭ ফেব্রুয়ারি পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহা. আবদুর রকিব খানকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।

উল্লেখ্য, থাম্বনেইলে চটকদার শিরোনাম ব্যবহার করে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব ঘটনা নিয়ে পূর্বেও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, গ্রিসে পুলিশ কর্মকর্তা বহিষ্কার হওয়ার ঘটনাতে গ্রিসের নাম উল্লেখ না করে বড় পুলিশ কর্মকর্তা বহিষ্কার হয়েছে লিখে প্রচার করা হচ্ছে এবং থাম্বনেইলে বাংলাদেশের পুলিশের ছবি ব্যবহার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img