সম্প্রতি, সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি “রোহিত দেশসেরা ওপেনার কিন্তু তামিম পৃথিবীর সেরা ওপেনার” শীর্ষক কোনো মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সৌরভ গাঙ্গুলি “রোহিত দেশসেরা ওপেনার কিন্তু তামিম পৃথিবীর সেরা ওপেনার” শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং স্পোর্টস ডাইভারসিটি নামের একটি খেলাধুলা বিষয়ক ফেসবুক পেজে রোহিত শর্মার বিষয়ে করা সৌরভ গাঙ্গুলির মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতেই একাধিক প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করেও জাতীয় ও আন্তজার্তিক গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্র থেকে সৌরভ গাঙ্গুলির আলোচিত মন্তব্যের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, টিকটকে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওর ওপরে বাম কোণে থাকা Sports Diversity লেখার সূত্র ধরে স্পোর্টস ডাইভারসিটির ফেসবুক পেজে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।
কিন্তু, স্পোর্টস ডাইভারসিটির ফেসবুক পেজে সৌরভ গাঙ্গুলির আলোচিত মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, স্পোর্টস ডাইভারসিটির ফেসবুক পেজে ২০২৩ সালের ৩ ডিসেম্বরের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের সাথে সংযুক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ভিডিওতে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত শিরোনাম ব্যতীত বাকি অংশের হবহু মিল খুঁজে পাওয়া যায়।
Comparison Image By Rumor Scanner
টিকটকে প্রচারিত ভিডিওতে ব্যবহৃত ফটোকার্ডের ফন্টের সাথে স্পোর্টস ডাইভারসিটি পেজে প্রচারিত ফটোকার্ডের ফন্টের ভিন্নতা খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, স্পোর্টস ডাইভারসিটি পেজে প্রচারিত এই ফটোকার্ডের শিরোনাম সম্পাদনা করেই আলোচিত ভিডিওতে প্রদর্শিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূলত, স্পোর্টস ডাইভারসিটি নামের খেলাধুলাবিষয়ক একটি ফেসবুক পেজে ২০২৩ সালের ০৩ ডিসেম্বর ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মাকে নিয়ে সৌরভ গাঙ্গুলির করা মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। পরবর্তীতে সেই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট বা সম্পাদনা করে সৌরভ গাঙ্গুলি “রোহিত দেশসেরা ওপেনার কিন্তু তামিম পৃথিবীর সেরা ওপেনার” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও সৌরভ গাঙ্গুলির নামে ভুয়া মন্তব্য প্রচারিত হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, সৌরভ গাঙ্গুলি “রোহিত দেশসেরা ওপেনার কিন্তু তামিম পৃথিবীর সেরা ওপেনার” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Facebook Page: Sports Diversity