চীনের সহযোগিতায় সৌদিতে ক্ষেপণাস্ত্র তৈরি দাবিতে ভিডিও গেমসের দৃশ্য প্রচার

সম্প্রতি, “চীনের সহয়োগিতায় সৌদি এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিও বা দৃশ্যটি বাস্তব নয় বরং এটি একটি ভিডিও গেমসের রেকর্ডেড অংশ।

ফেসবুকে প্রচার হওয়া ভিডিওটিতে থাকা Edge of Portal নামটিকে কি-ওয়ার্ড সার্চ করে “Edge of Portal” নামের একটি গেমিং ফেসবুক পেজে গত ১৯ জানুয়ারিতে ‘চীনা সহযোগিতায় সৌদি এই ক্ষেপণাস্ত্র তৈরি করছে ARMA3 Saudi Arabia is developing the missile in cooperation with china’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি রেকর্ডেড গেমসের সাথে উক্ত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

Screenshot from Edge Of Portal facebook page

মূলত, Edge Of Portal একটি গেমিং ফেসবুক পেজ এবং সেখানে বিভিন্ন ধরণের গেমপ্লে ভিডিও আকারে প্রচার করা হয়। তেমনি Arma3 নামের গেমটির একটি দৃশ্য উক্ত পেজ থেকে ভিন্ন শিরোনামে প্রচার করা হলে তা ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, Arma3 হলো সামরিক যুদ্ধকৌশল সংক্রান্ত একটি ভিডিও গেমস। ভিডিও গেমসটির সিমুলেশন ভিডিওকেই সাম্প্রতিক সময়ে “চীনের সহযোগিতায় সৌদিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে” শীর্ষক দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, চীনের সহযোগিতায় সৌদি আরব নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরি করছে দাবিতে ২০২১ সালের ২৩ ডিসেম্বরে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। উক্ত প্রতিবেদনে স্যাটেলাইট চিত্র সংযুক্ত থাকলেও ক্ষেপণাস্ত্রের কোন ভিডিওর অস্তিত্ব সেখানে খুঁজে পাওয়া যায় নি।

সৌদি
Screenshot from CNN website

রিউমর স্ক্যানার টিম পূর্বেও সিমুলেশন ভিডিও গেমসের দৃশ্যকে বাস্তব দাবিতে করা ফেসবুক পোস্ট শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থাৎ, ArmA3 নামের সামরিক যুদ্ধকৌশল সংক্রান্ত একটি গেমসের সিমুলেশন ভিডিওকে চীনের সহযোগিতায় তৈরি সৌদির ক্ষেপণাস্ত্র দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: চীনের সহয়োগিতায় সৌদি এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Edge of Portal Sream: https://www.facebook.com/edgeofportal/videos/520764182846078 / Archive: https://perma.cc/M4JS-3WFG
  2. Arma 3: https://arma3.com/
  3. CNN: https://edition.cnn.com/2021/12/23/politics/saudi-ballistic-missiles-china/index.html

আরও পড়ুন

spot_img