শুক্রবার, মার্চ 29, 2024
spot_img

ইসরায়েলী বিমান ধ্বংসের দাবীতে ভিডিও গেমসের দৃশ্য প্রচার

সম্প্রতি “আলহামদুলিল্লাহ ইসরায়েলি কয়েকটি বিমান ধংশ করেছে ফিলিস্তিন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এমন সকল ভিডিও দেখুন এখানে

ভাইরাল হওয়া কিছু পোস্টের আর্কাইভ দেখুন এখানে, এখানে এবং এখানে।

আবার একই ভিডিওকে ইসরায়েল কতৃক ফিলিস্তিনে হামলা দাবীতে বিভিন্ন দেশে প্রচার করা হচ্ছে, দেখুন এখানে।

 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় প্রচারিত ভিডিও বা দৃশ্যটি একটি ভিডিও গেমসের রেকর্ডেড অংশ।

গত ২৯ শে জানুয়ারি Compared Comparison নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ‘ArmA 3 – MiG-29 in Action vs C-RAM – Phalanx CIWS – C RAM – Tracer Firing – Simulation’ শিরোনামে গেমসের ভিডিওটি প্রথম প্রকাশিত হয়।ভিডিওটির বিবরণীতেও লেখা ছিলো “This Video is an created Simulation in ArmA3!”

উল্লেখ্য, ArmA3 হলো সামরিক যুদ্ধকৌশল সংক্রান্ত একটি ভিডিও গেমস, বিস্তারিত দেখুন এখানে।

মূলত গেমসটির সিমুলেশন ভিডিওকেই ফিলিস্তিন কর্তৃক ইসরায়েলী বিমান ধ্বংসের ঘটনা বলে দাবী করা হচ্ছে।

অর্থাৎ, ফিলিস্তিন কতৃক ইসরায়েলী বিমান ধ্বংসের দাবীতে প্রচারিত সিমুলেশন ভিডিওটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইসরায়েলি কয়েকটি বিমান ধংশ করেছে ফিলিস্তিন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img