শনিবার, অক্টোবর 5, 2024
spot_img

রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় সংসদ ভেঙে দেওয়ার গুজব

গত ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে উক্ত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হয়। তবে গতকাল ৩০ জানুয়ারি Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘সংসদ ভেঙ্গে দিলো রাষ্ট্রপতি, পুনরায় নির্বাচনের ঘোষণা দিলো সিএসসি (সিইসি)’ শীর্ষক শিরোনাম ও ‘সংসদে হাসিনাকে লাল কার্ড, পুনরায় নির্বাচন ঘোষণা দিলো রাষ্ট্রপতি’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

রাষ্ট্রপতি কর্তৃক

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৬২ হাজার বার। ভিডিওটিতে ১ হাজারের বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

পরবর্তীতে আরও একটি ইউটিউব চ্যানেলে উক্ত ভিডিওটি প্রচার করা হয়। সেটি দেখুন এখানে (আর্কাইভ)।

আলোচিত ভিডিওটি’র শিরোনাম ও থাম্বনেইলে প্রচারিত দাবিগুলো হল-

  • রাষ্ট্রপতি পুনরায় নির্বাচনের ঘোষণা দিয়েছেন (থাম্বনেইল)
  • রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন (শিরোনাম)
  • সিইসি পুনরায় নির্বাচনের ঘোষণা দিয়েছেন (শিরোনাম)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ ভেঙে দেননি এবং রাষ্ট্রপতি কিংবা সিইসি কাজী হাবিবুল আউয়াল পুনরায় নির্বাচন গ্রহণের ঘোষণাও দেননি বরং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার একটি ভিডিও ক্লিপের সাথে ভিন্ন প্রেক্ষাপটের পুরোনো কয়েকটি ভিডিও ক্লিপ যুক্ত করে আলোচিত ভিডিওটি  তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। আলোচিত ভিডিওটি’র শিরোনাম এবং থাম্বনেইলে উল্লেখিত দাবিগুলোর সাথে ভিডিওটি’র বিস্তারিত অংশের মিল পাওয়া যায়নি। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে কোথাও রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় সংসদ ভেঙে দেওয়া কিংবা রাষ্ট্রপতি ও সিইসি কর্তৃক পুনরায় নির্বাচন গ্রহণের উদ্যোগের বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। তাছাড়া উক্ত ভিডিওটিতে সিইসি কাজী হাবিবুল আউয়ালের কোনো ভিডিও ক্লিপও দেখা যায়নি। 

ভিডিওতে প্রচারিত এই দাবিগুলো নিয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। 

অনুসন্ধানের এপর্যায়ে আলোচিত ভিডিওটিতে প্রচারিত ভিডিও ক্লিপগুলোর বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।

ভিডিও যাচাই- ০১

আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আরটিভি’র ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর ‘নওগাঁ-২ আসনে ভোট স্থগিত’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

এই ভিডিওটি’র একটি অংশের সাথে আলোচিত ভিডিওটি’র শুরুর দিকের একটি ভিডিও ক্লিপের হুবহু মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

উক্ত ভিডিওটিতে দেখা যায়, নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হওয়ায় ওই আসনে ভোট গ্রহণ স্থগিতের বিষয়ে সেসময় গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অর্থাৎ, এই ভিডিওটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বের এবং এর সাথে আলোচিত দাবিগুলোর কোনো সম্পর্ক নেই।

ভিডিও যাচাই- ০২

আলোচিত ভিডিওটি থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বক্তব্যের ফুটেজ অংশের কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আরটিভি’র ইউটিউব চ্যানেলে গত ৩০ জানুয়ারি ‘দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

এই ভিডিওটি’র একটি অংশের সাথে আলোচিত ভিডিওটি’র রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বক্তব্যের অংশের হুবহু মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

উক্ত ভিডিওটিতে গতকাল (৩০ জানুয়ারি) শুরু হওয়া দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দিতে দেখা যায়। তিনি দীর্ঘ বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশের উন্নয়ন, সংসদ ও সংসদ সদস্যদের ভূমিকাসহ নানা বিষয় তুলে ধরেন।

অর্থাৎ, রাষ্ট্রপতির বক্তব্যের এই ভিডিওর সাথে আলোচিত দাবির কোনো মিল নেই।

মূলত, গত ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ২৯৮ আসনের ফলাফলে ২২২ টি আসন লাভ করে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। গতকাল ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরই মধ্যে ৩০ জানুয়ারি Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘সংসদ ভেঙ্গে দিলো রাষ্ট্রপতি, পুনরায় নির্বাচনের ঘোষণা দিলো সিএসসি (সিইসি)’ শীর্ষক শিরোনাম ও ‘সংসদে হাসিনাকে লাল কার্ড, পুনরায় নির্বাচন ঘোষণা দিলো রাষ্ট্রপতি’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার একটি ভিডিও ক্লিপের সাথে ভিন্ন প্রেক্ষাপটের পুরোনো কয়েকটি ভিডিও ক্লিপ যুক্ত করে তাতে চটকদার শিরোনাম ও থাম্বনেইল বসিয়ে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে রাষ্ট্রপতি ও সিইসিকে জড়িয়ে বিভিন্ন ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় সংসদ ভেঙে দেওয়া এবং রাষ্ট্রপতি ও সিইসি কর্তৃক পুনরায় নির্বাচন গ্রহণের ঘোষণা দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img