সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে রাষ্ট্রপতি পুনরায় নির্বাচন গ্রহণের ঘোষণা দেননি

গত ০৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘সিএসসির (সিইসি) অভিযোগে নির্বাচনের ফল বাতিল করলো রাষ্ট্রপতি’ শীর্ষক শিরোনাম ও ‘পুনরায় নির্বাচনের ঘোষণা দিলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ক্ষেপলো প্রধানমন্ত্রী হাসিনা’’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

 নির্বাচনের ফলাফল বাতিল

ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি প্রায় ২৪ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ৮ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

পরবর্তীতে ভিডিওটি অপর একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়েছে। সেটি দেখুন এখানে (আর্কাইভ)।

Sabai Sikhi চ্যানেল থেকে প্রচারিত উক্ত ভিডিওটি’র লিংক শেয়ার করে ফেসবুকে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিইসির অভিযোগে সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বাতিল কিংবা পুনরায় নির্বাচন গ্রহণের কোনো ঘোষণা দেননি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বরং অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো কিছু ভিডিও ক্লিপ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওটিতে কোথাও রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল কিংবা পুনরায় নির্বাচন গ্রহণের ঘোষণা দিতে দেখা যায়নি।

ভিডিওটিতে প্রচারিত রাষ্ট্রপতি সম্পর্কিত ভিডিও ক্লিপগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার টিম।

ভিডিও যাচাই ০১

আলোচিত ভিডিওটিতে প্রচারিত ১ম ভিডিও ক্লিপটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ২৪’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যা বললেন নতুন রাষ্ট্রপতি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

এই ভিডিওটি’র সাথে আলোচিত ভিডিওটি’র মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

ভিডিওটিতে সেসময় রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কথা বলেন। সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সুযোগ নেই বলে তিনি জানান।

অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর আগে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

ভিডিও যাচাই ০২

আলোচিত ভিডিওটিতে প্রচারিত ২য় ভিডিও ক্লিপটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘সময় টিভি’র ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৬ মে ‘ক্ষমতায় যাবার একমাত্র পথ নির্বাচন: রাষ্ট্রপতি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

এই ভিডিওটি’র সাথে আলোচিত ভিডিওটি’র মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

ভিডিওটিতে সে সময় রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহার করে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে কথা বলেন তিনি।

অর্থাৎ, এই ভিডিওটিও সাম্প্রতিক সময়ের নয় এবং এর আগে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

পাশাপাশি, গগণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল কিংবা পুনরায় নির্বাচন গ্রহণের ঘোষণার দাবির সত্যতা পাওয়া যায়নি।

মূলত, গত ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনকে ঘিরে রাষ্ট্রপতি, প্রধান নির্বাচন কমিশনার এবং রাজনৈতিক দলগুলোকে জড়িয়ে বিভিন্ন সময়ে ইন্টারনেটে বিভিন্ন ধরনের তথ্য প্রচার হয়ে আসছে। এরই প্রেক্ষিতে গত ১২ জানুয়ারি Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘সিইসির অভিযোগে নির্বাচনের ফল বাতিল করলো রাষ্ট্রপতি’ শীর্ষক শিরোনাম ও ‘পুনরায় নির্বাচনের ঘোষণা দিলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ক্ষেপলো প্রধানমন্ত্রী হাসিনা’’ শীর্ষক থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো কিছু ভিডিও ক্লিপ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ০৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২২২টি আসনে জয়ী হয় বাংলাদেশ আওয়ামী লীগ। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ১টি এবং স্বতন্ত্র পদে মোট ৬২ টি আসনে জয়লাভ করেন প্রার্থীরা।

সুতরাং, সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে রাষ্ট্রপতি পুনরায় নির্বাচন গ্রহণের ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img