সম্প্রতি ‘জিয়াউর রহমান কে খালেদা জিয়ার সন্তান বানাই ফেলছে বান্নাহ’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে বাংলাদেশি নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্নাহকে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান’ বলতে শোনা যায়৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাবরুর রশিদ বান্নাহ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান বলে মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেওয়া মাবরুর রশিদ বান্নাহর বক্তব্যের একটি খণ্ডিত অংশ বিভ্রান্তিকরভাবে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ফেসবুক পেজে গত ১২ আগস্ট প্রকাশিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, গত ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে যুক্ত ছিলেন।

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ৪৮:১৯ থেকে ৪৮:২৫ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে৷ ভিডিওটির ৪৭:২০ থেকে ৪৮:২০ সেকেন্ড পর্যন্ত অংশে উক্ত সভার বক্তা মাবরুর রশিদ বান্নাহ প্রধান অতিথি তারেক রহমানকে উদ্দেশ্য করে “আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতেই হবে, আপনাকে জিততেই হবে, আপনাকে দেখাতেই হবে যে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান” বলতে শোনা যায়৷
এই বক্তব্য থেকে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান” অংশটি কর্তন করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷
অর্থাৎ, মাবরুর রশিদ বান্নাহ মূলত তারেক রহমানকে উদ্দেশ্য করে আলোচ্য বক্তব্যটি দিয়েছিলেন। যেখানে তিনি জিয়াউর রহমানকে খালেদা জিয়ার সন্তান দাবি করেননি।
পরবর্তীতে, ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে গত ১২ আগস্ট ‘তারেক রহমান আপনাকে জিততেই হবে: বান্নাহ’ শিরোনামে প্রকাশিত ভিডিওতেও বান্নাহর একই বক্তব্য খুঁজে পাওয়া গিয়েছে৷
সুতরাং, মাবরুর রশিদ বান্নাহ জিয়াউর রহমানকে খালেদা জিয়ার সন্তান বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Nationalist Party-BNP – Facebook Post
- DBC NEWS – তারেক রহমান আপনাকে জিততেই হবে: বান্নাহ