২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (পূর্বনাম: বঙ্গবন্ধু অ্যাভিনিউ) আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জন নিহত হন। আহত হন দলটির শতাধিক নেতা-কর্মী। এরই প্রেক্ষিতে অন্তত গত ১৯ আগস্ট থেকে, “একুশে আগস্ট গ্রেনেড হামলার দৃশ্য ছিলো এআই (AI) দিয়ে তৈরি” শীর্ষক মন্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির করেছেন দাবিতে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলার দৃশ্য ছিলো এআই (AI) দিয়ে তৈরি’ শীর্ষক উক্ত মন্তব্য করেননি আইনজীবী শিশির মনির এবং ঢাকা পোস্টও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ঢাকা পোস্টের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে ঢাকা পোস্টের লোগো ও তারিখ হিসেবে ১৯ আগস্ট, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির গ্রাফিক্যাল ডিজাইন ও ফন্টের ভিন্নতা লক্ষ্য করা যায়। এছাড়া, ঢাকা পোস্টের প্রচলিত ফটোকার্ডে সাধারণত “বিস্তারিত কমেন্টে” শব্দ দুইটি লেখা থাকে। কিন্তু প্রচারিত ফটোকার্ডে তা নেই।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আইনজীবী শিশির মনিরের উক্ত মন্তব্য সম্বলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, “একুশে আগস্ট গ্রেনেড হামলার দৃশ্য ছিলো এআই (AI) দিয়ে তৈরি – আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির” শীর্ষক দাবিতে ঢাকা পোস্টের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis
- Dhaka Post – Facebook Page