সম্প্রতি “বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না।” শীর্ষক মন্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন করেছেন দাবিতে মূলধারার বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না’ শীর্ষক কোনো মন্তব্য করেননি এবং আরটিভিও উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং আলোচিত এই ফটোকার্ডটি পাপনের মন্তব্য নিয়ে আরটিভিতে প্রচারিত একটি ফটোকার্ড নকল করে তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে দাবিটির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটিতে থাকা লোগোর সূত্র ধরে আরটিভি’র ভেরিফাইড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম বা তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্যকোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে ২৮ অক্টোবরে আরটিভি’র ফেসবুক পেজে ‘পরাজয় বুঝতে পেরে আগেই মাঠ ছারেন পাপন’ শীর্ষক শিরোনাম বা তথ্যে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির সাথে উক্ত ফটোকার্ডটির ডিজাইন এবং ফটোকার্ডটিতে যুক্ত ছবির মিল রয়েছে। তবে আলোচিত ফটোকার্ডটির টেক্সট ফন্টের সাথে আরটিভি’র ফেসবুক পেজে প্রচারিত অন্যান্য ফটোকার্ডের টেক্সট ফন্টের ভিন্নতা রয়েছে। ধারণা করা যায়, এই ফটোকার্ডটি এডিট করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, উক্ত ফটোকার্ড পোস্টের কমেন্টে একই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ অক্টোবর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (পুরুষ) বিশ্বকাপ-২০২৩ এ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয়ের ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ত্যাগ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
এছাড়া, আলোচিত ফটোকার্ডের বিষয়ে আরটিভি’র ভেরিফাইড ফেসবুক পেজে গত ১২ নভেম্বর ‘ভুয়া সংবাদ’ শীর্ষক একটি ফটোকার্ড পোস্ট করা হয়। উক্ত পোস্টে আরটিভি’র নামে ছড়ানো এই ছবি ও তথ্য নকল’ বলে জানানো হয়।
অর্থাৎ, ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না: নাজমুল হাসান পাপন’ শীর্ষক শিরোনামে আরটিভি কোনো ফটোকার্ড প্রচার করেনি।
মূলত, গত ২৮ অক্টোবর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (পুরুষ) বিশ্বকাপ – ২০২৩ এ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের ম্যাচ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন স্টেডিয়াম ত্যাগ করেন। যার প্রেক্ষিতে মূলধারার বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি তখন সংবাদ প্রতিবেদন এবং ফেসবুক পেজে ‘পরাজয় বুঝতে পেরে আগেই মাঠ ছারেন পাপন’ শীর্ষক শিরোনামে ফটোকার্ড প্রকাশ করে। সম্প্রতি সেই ফটোকার্ডটি-ই ডিজিটাল প্রযুক্তি সহায়তায় এডিট বা সম্পাদনার মাধ্যমে ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না: নাজমুল হাসান পাপন’ শীর্ষক শিরোনাম যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
প্রসঙ্গত, পূর্বে বিভিন্ন দেশিয় গণমাধ্যমের ফটোকার্ড বিকৃত করে ইন্টারনেটে ভুয়া তথ্য প্রচার করা হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে:
- সময় টিভি’র নকল ফটোকার্ডে ভিকারুননিসার শিক্ষার্থীদের নিয়ে ভুয়া তথ্য প্রচার
- ইনডিপেনডেন্ট টেলিভিশন-এর ফটোকার্ড বিকৃত করে বিএনপি’র ক্ষমতা গ্রহণের ভুয়া তথ্য প্রচার
- রুমিন ফারহানার প্রেসক্রিপশন দাবিতে দুই গণমাধ্যমের নকল ফটোকার্ডে ভুয়া তথ্য
সুতরাং, ‘বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না: নাজমুল হাসান পাপন’ শীর্ষক তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে আরটিভি’র নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- RTV – Facebook Page
- RTV – Youtube
- RTV – Website
- RTV – Facebook Post