রোনালদোর নিজের ছেলেকে সুইমিংপুল থেকে ছুড়ে ফেলে দেওয়ার ভিডিওটি এডিটেড

সম্প্রতি, বহুতল ভবনের ছাদের সুইমিংপুল থেকে ক্রিস্টিয়ানো রোনালদো নিজের ছেলেকে নিচে ফেলে দেওয়ার দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুক প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমন একটি  ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন  এখানে (আর্কাইভ)  

যা দাবি করা হচ্ছে

প্রচারিত ভিডিওটিতে দাবি করা হচ্ছে, পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো একটি বহুতল ভবনের ছাদের সুইমিংপুল থেকে নিজের ছেলে ম্যাতেও রোনালদোকে ছুড়ে নিচে ফেলে দিচ্ছেন এবং হাত তালি দিয়ে উল্লাস করছেন। 

ফ্যাক্টিচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বহুতল ভবনের ছাদের সুইমিংপুল থেকে নিজের ছেলে ম্যাতেও রোনালদোকে ছুড়ে নিচে ফেলে দেননি বরং নিজের পরিবারকে নিয়ে রোনালদোর আনন্দমুখর সময় কাটানোর মুহূর্তের একটি ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফুটবল ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম  GOAL এর নামের ভেরিফাইড টুইটার  অ্যাকাউন্টে ২০২৩ সালের ৬ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Twitter

এই ভিডিওটির সাথে বহুতল ভবনের ছাদের সুইমিংপুল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলেকে নিচে ফেলে দেওয়ার ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

ভিডিও দুটিতে ক্রিস্টিয়ানো রোনালদো ও ম্যাতেও রোনালদোর পোষাক, অঙ্গভঙ্গি এবং সুইমিংপুলের হুবহু মিল রয়েছে। তবে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এই ভিডিওটি এডিট করে সুইমিংপুলটিকে একটি বহুতল ভবনের ছাদে যুক্ত করা হয়। যাতে করে ভিডিওটি দেখে মনে হচ্ছে সুইমিংপুলটি বহুতল ভবনের ছাদে অবস্থিত এবং রোনালদো তার ছেলে ম্যাতেওকে ছুড়ে নিচে ফেলে দিচ্ছেন। 

এছাড়াও পরবর্তীতে Tony’s Football Stories নামে একটি ইউটিউব চ্যানেলে গত ৬ মে প্রকাশিত শর্টসে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Youtube

পরবর্তীতে  প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে Sportsmanor নামে একটি স্পোর্টস ভিত্তিক অনলাইন পোর্টালে “Teaching His Son How to Dive Already” – Fans Have a Field Day as Cristiano Ronaldo Launches His Son, Mateo, in the Pool – Sportsmanor শিরোনামে গত ৭ মে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। 

Screenshot: Sportsmanor

প্রতিবেদনটি থেকেও রোনালদো তার পরিবারের সদস্যদের সুইমিংপুলে আনন্দমুখর সময় কাটানোর কথাটি নিশ্চিত হওয়া যায়।

মূলত, সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদো ও তার পরিবারের সদস্যদের নিয়ে সুইমিংপুলে আনন্দমুখর সময় কাটাতে দেখা যায়। সেসময় রোনালদো তার ছেলে ম্যাতেওকে ডাইভ দেওয়া শেখানোর জন্যে হাতে তুলে পানিতে ছুড়ে মারেন। যেটা এবং সেই দৃশ্য তখন ক্যামেরায় ধারণ করা হয়। পরবর্তীতে তা টুইটারে ছড়িয়ে পড়ে এবং বহুমানুষ তাতে রিটুইট করেন। উক্ত ভিডিওকেই এডিট করে সুইমিংপুলটিকে একটি বহুতল ভবনের ছাদে যুক্ত করে ‘রোনালদো বহুতল ভবনের ছাদের সুইমিংপুল থেকে নিজের ছেলে ম্যাতেও রোনালদোকে ছুড়ে নিচে ফেলে দিচ্ছেন এবং হাত তালি দিয়ে উল্লাস করছেন’ শীর্ষক দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও ইন্টারনেটে রোনালদোকে নিয়ে প্রচারিত একাধিক ভুল তথ্য শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, বহুতল ভবনের ছাদের সুইমিংপুল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর নিজের ছেলে ম্যাতেওকে ছুড়ে ফেলে দেওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ এডিটেড। 

তথ্যসূত্র

  • ‘Goal’ Verified Twitter Account: post 
  • Tony’s Football Stories Youtube Channel: post
  • SportsManor Article: Link
  • Rumor Scanner’s Own Analysis 

আরও পড়ুন

spot_img